shono
Advertisement

সন্ত্রাসবাদের নয়া ব্যাখ্যা কেন্দ্রের, ধরা পড়লে যাবজ্জীবন-ন্যূনতম ১০ লাখ জরিমানা, মিলবে না প্যারোলও

সন্ত্রাসবাদীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
Posted: 12:38 PM Aug 13, 2023Updated: 12:38 PM Aug 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্র সরকার প্রস্তাবিত নয়া ভারতীয় ন্যায় সংহিতায় সন্ত্রাসবাদকে আরও কড়া হাতে দমন করার উদ্যোগ। ভারতীয় দণ্ডবিধির (IPC) বদলে নতুন যে ন্যায় সংহিতা চালু হচ্ছে, তাতে সন্ত্রাসবাদকে ‘বিশেষ অপরাধে’র তকমা দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদের নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দেওয়া হয়েছে নয়া শাস্তির বিধানও।

Advertisement

ভারতীয় ন্যায় সংহিতায় (Bharatiya Nyaya Sanghita) সন্ত্রাসবাদকে ব্যাখ্যায়িত করতে গিয়ে বলা হয়েছে, ভারতে বা ভারতের বাইরে যদি কেউ এমন কোনও কার্যকলাপ চালায় যাতে ভারতের একতা, অখণ্ডতা এবং জাতীয় সুরক্ষায় আঘাত লাগে অথবা এমন কোনও কাজ করে যা সাধারণ মানুষ বা সমাজের কোনও একটি অংশের ভাবাবেগকে উসকে দেয়, বা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে সেটাকে সন্ত্রাসবাদ বলা হবে। ওই ব্যাখ্যায় আরও বলা হয়েছে, বোমা, ডিনামাইট, অন্য কোনও বিস্ফোরক, বা অন্য কোনও মারণাস্ত্র বা ধারালো অস্ত্র ব্যবহার করে অথবা কোনও জৈব অস্ত্র, রাসায়নিক অস্ত্র, কোনও বিষ বা বিষাক্ত গ্যাস ব্যবহার করে যদি ভীতির পরিবেশ তৈরি করা হয় বা ভীতির পরিবেশ সৃষ্টি করার উদ্দেশে কারও প্রাণনাশের চেষ্টা করা হয়, সেটাও সন্ত্রাসবাদ।

[আরও পড়ুন: ‘নিষিদ্ধ’ PFI-কে সমর্থন করে পঞ্চায়েত বোর্ড গঠন বিজেপির! চাপে পড়ে মুখ খুলল গেরুয়া শিবির]

সন্ত্রাসবাদের এই নয়া ব্যাখ্যা আগের থেকে অনেক ব্যাপক। সন্ত্রাসবাদের ব্যাখ্যার মধ্যে এবার জৈব অস্ত্র এবং বিষাক্ত গ্যাসের ব্যবহারের পাশাপাশি কোনও সম্পদ নষ্ট বা কোনও ধর্মীয় ভাবাবেগে আঘাত করাকেও যুক্ত করা হয়েছে। যা আগে ছিল না। এর পাশাপাশি সন্ত্রাসবাদের শাস্তিও বাড়ানো হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, সন্ত্রাসবাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড। সন্ত্রাসবাদের অভিযোগে ধৃতদের ন্যূনতম জরিমানা ধার্য হয়েছে ১০ লক্ষ। এমনকী জেল হলে প্যারোলও দেওয়া হবে না তাঁকে। ওই বিলে বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি সরাসরি সন্ত্রাসবাদে যুক্ত নাও থাকে, কিন্তু এমন কোনও সংগঠনের সঙ্গে যুক্ত থাকে যা সন্ত্রাসবাদে যুক্ত, তাদেরও যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তারও জরিমানা করা হতে পারে ৫ লক্ষ।

[আরও পড়ুন: পছন্দের যুবককে বিয়ে করতে চেয়েছিল নাবালিকা ভাগ্নি, ‘অপরাধে’ খুন করলেন মামা!]

উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশনের শেষ দিন ব্রিটিশ আমলের তিন ফৌজদারি আইনে বদল আনার লক্ষ্যে বিল পেশ করেছে কেন্দ্র। ইন্ডিয়ান পেনাল কোড (ভারতীয় দণ্ডবিধি), কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিউর ( সিআরপিসি) এবং ভারতীয় সাক্ষ্য আইন বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে তিনটি নতুন আইন চালুর লক্ষ্যে শুক্রবার তিনটি বিল এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্ডিয়ান পেনাল কোড বদলে হবে ভারতীয় ন্যায় সংহিতা। তাতেই সন্ত্রাসবাদ নিয়ে নয়া বিধান দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement