সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। জম্মু ও কাশ্মীরে ৬ দফায় ভোট হচ্ছে। নির্বাচনী আবহেই এবার জঙ্গি দমনে বড়সড় সাফল্য। বৃহস্পতিবার কাশ্মীরে সেনার এনকাউন্টারে মৃত্যু হল দুই লস্কর-ই-তইবা জঙ্গির। তবে এনকাউন্টার চলাকালীন আহত হয়েছেন দুই সেনা জওয়ানও।
ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সোপোরে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর মেলে। তার পরেই কাশ্মীর (Kashmir) পুলিশ ও সেনার যৌথ বাহিনী ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে। জঙ্গিদের ডেরার কাছে বাহিনী পৌঁছতেই গুলি চালাতে শুরু করে সন্ত্রাসবাদীরা। পালটা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। সেই অভিযান চলাকালীনই নিকেশ হয় এক লস্কর জঙ্গি। গুলির লড়াইয়ে পড়ে আহত হন এক স্থানীয় বাসিন্দাও।
[আরও পড়ুন: প্রিয়াঙ্কার বিরুদ্ধে লড়তে নারাজ! রায়বরেলি থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব ফেরালেন বরুণ গান্ধী]
বৃহস্পতিবার সন্ধে থেকে গুলির লড়াই শুরু হয়ে চলেছে শুক্রবার সকাল পর্যন্ত। সেই সময়েই আহত হন দুই সেনা জওয়ান। সূত্রের খবর, সোপোরের ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে লস্করের এক শীর্ষ কর্তা। আরও বেশ কয়েকজন জঙ্গিও লুকিয়ে রয়েছে সেখানে। তাদের খোঁজে এখনও লাগাতার তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিশের যৌথ বাহিনী। শুক্রবার সকাল থেকে আবারও গুলির লড়াই শুরু হয় জঙ্গিদের সঙ্গে। সেই সময়েই আহত হন দুই জওয়ান। তবে শুক্রবার সকালে খতম হয় লস্করের আরও এক জঙ্গি।
উল্লেখ্য, শুক্রবার দেশজুড়ে চলছে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। কাশ্মীরের একটি আসনেও এদিন ভোট হবে। তার আগের দিনই উপত্যকায় নিকেশ হল এক লস্কর জঙ্গি। এই ঘটনার প্রভাব নির্বাচনে পড়বে বলেও অনুমান ওয়াকিবহাল মহলের।