সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদীদের মনে রাখতে হবে, তাদেরও কিন্তু পরিবার রয়েছে। গত সোমবার এক পুলিশ আধিকারিকের বাড়িতে জঙ্গি হামলার ঘটনায়, এভাবেই তাদের সতর্কবার্তা দিল জম্মু-কাশ্মীর পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি শেষ পাল ভায়েদ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরাও পাল্টা হামলা চালাতে পারি। জঙ্গিদেরও বোঝা উচিত ওদেরও কিন্তু পরিবার রয়েছে। এই লড়াইটা পুলিশ ও সন্ত্রাসবাদীদের মধ্যে। পরিবার-পরিজনদের এর মধ্যে নিয়ে আসা কখনই উচিত নয়। পুলিশও যদি এরকম করা শুরু করে তাহলে তাদের পরিবারের কী হবে? ওরা যেন আমার এই কথাটিকে সতর্কবার্তা হিসেবেই মনে করে।’
চন্দনার হোমে শিশুদের কান্না থামাতে দেওয়া হত ঘুমের ওষুধ!
এর আগে গত সোমবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় এক পুলিশ অফিসারের বাড়িতে হামলা চালায় ১২ জন সন্ত্রাসবাদীর একটি দল। তখন ওই পুলিশ অফিসার বাড়িতে ছিলেন না। জঙ্গিরা তাঁর বাড়ির লোকদের আটক করে রাখে এবং বাড়িতেও ভাঙচুর চালায়। সূত্রের খবর, জঙ্গিরা পুলিশ অফিসারের বাড়ির লোকদের জানায়, ‘জঙ্গিদের বাড়ির লোক এবং যারা তাদের আশ্রয় দিচ্ছে, তাদের ওপর অত্যাচার চালাচ্ছে পুলিশ। আমরা কিন্তু এর পাল্টা জবাব দেব।’
শেষপর্যন্ত স্নাতক হতে চলেছেন ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ
পিডিপি নেতা ওয়াহিদ-উর-রহমান পুলিশের এই পাল্টা হুমকির পথ বেছে নেওয়াকে সমর্থন না করলেও জানান, পুলিশকে আসলে অনেক চাপের মুখে কাজ করতে হয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এক হুমকির পরিবর্তে পাল্টা হুমকি কখনই সমর্থনযোগ্য নয়। তবে এটা মেনে নিতেই হবে পুলিশকেও প্রচন্ড চাপের মধ্যে করতে হয়। তাঁরা স্থানীয় ফোর্স। পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে পুলিশকে শুধু জঙ্গি নয়, সাধারণ মানুষ যারা পাথর ছুড়ছে তাদের বিরুদ্ধেও লড়াই করতে হয়।’
বিনামূল্যে গ্যাস পেতেও এবার বাধ্যতামূলক আধার
The post ‘সন্ত্রাসবাদীরা যেন ভুলে না যায় তাদেরও পরিবার রয়েছে!’ appeared first on Sangbad Pratidin.