সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারামুলায় পাক জঙ্গিদের হানা দেওয়ার রাত ফুরোতে না ফুরোতেই পাঞ্জাবের গুরুদাসপুরে দেখা মিলল সন্দেহভাজন কয়েকজন অনুপ্রবেশকারীকে৷ তাদের দেখামাত্রই গুলি চালায় নিরাপত্তা বাহিনী৷ তবে আশেপাশের গ্রামে জঙ্গিরা গা ঢাকা দিয়েছে বলেই মনে করা হচ্ছে৷ জঙ্গিদের খোঁজে চালানো হচ্ছে চিরুনি তল্লাশি৷
ঠিক উরি সেক্টরে আক্রমণের ধাঁচেই রবিবার রাতে বারামুলার রাষ্ট্রীয় রাইফেলসের ৪৬ নং ব্যাটেলিয়ন ক্যাম্পে হামলা চালায় পাক জঙ্গিরা৷ যোগ্য জবাব দেন ভারতীয় জওয়ানরা৷ খতম হয় ২ জঙ্গি৷ সেই আক্রমণের পরই গুরুদাসপুরে কিছু পাক জঙ্গির অনুপ্রবেশ টের পায় বিএসএফ৷ চকরি বর্ডার পোস্টের কাছে অনুপ্রবেশকারীদের দেখামাত্র গুলি চালান নিরাপত্তারক্ষীরা৷ কোনও হতাহতের খবর পাওয়া যায়নি৷
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পাল্টা গুলি চালিয়েছে জঙ্গিরা৷ তবে বিএসফ আইজি অনিল পালিওয়াল পরে জানান, জঙ্গিরা পাল্টা আক্রমণ করেনি৷ অনুমান করা হচ্ছে কাছাকাছি গ্রামে গা ঢাকা দিয়েছে তারা৷ গুরুদাসপুরের ডোরাংলা গ্রামে এই মুহূর্তে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে ভারতীয় সেনা৷
The post গুরুদাসপুরে পাক অনুপ্রবেশ, জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি appeared first on Sangbad Pratidin.