সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে ফুঁসছে সবমহল। ইতিমধ্যেই তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। এমন পরিস্থিতিতেই ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন 'দ্য বং গাই' কিরণ দত্ত।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিরণ লিখেছেন, 'টাকা নিলে আমার মেয়ের সেটা ভালো লাগবে না, কোনও টাকা চাই না বিচার চাই', জানালেন বাবা। টাকা দিয়ে সব মেরুদণ্ড কেনা যায় না...।' কিরণের এই পোস্টেই সোশাল মিডিয়ায় শোরগোল। এদিকে নিজের পোস্টের কমেন্টবক্সেই আবার কিরণ লিখেছেন, 'অপরাধীকে ধরে দিক। সঠিক বিচার হোক। আমি ১০ লাখ দিতে রাজি। টাকার পাওয়ারটা ঠিক কাজে লাগান। অপরাধী খুঁজতে লাগান।'
[আরও পড়ুন: হিটের খরা কাটাতে কমেডির দ্বারস্থ অক্ষয়, কেমন হল ‘খেল খেল মে’? পড়ুন রিভিউ]
উল্লেখ্য, আর জি করে তরুণী চিকিৎসকের যৌন হেনস্তা-খুনের প্রতিবাদে শুক্রবার পথে নামেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও পড়ুয়ারা। কলেজ স্ট্রিটে প্রতিবাদ মিছিল করেন প্রেসিডেন্সির প্রাক্তনীরা। পথে নামলেন সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন পড়ুয়ারাও। তাতে যোগ দেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী, চিত্রপরিচালক অরিন্দম শীল, প্রতীম ডি গুপ্ত, সঙ্গীতকার বিক্রম ঘোষরাও।
গোটা টলিউড এই ঘটনার বিচারের দাবিতে সরব হয়েছে। 'খাদান', 'বহুরূপী' সিনেমার টিজার রিলিজ পিছিয়ে দেওয়া হয়েছে। 'যমালয়ে জীবন্ত ভানু' সিনেমার মিউজিক লঞ্চও পিছিয়ে দেওয়া হয়েছে। শুক্রবারই ৭০তম জাতীয় পুরস্কারের ঘোষণা হয়েছে। সেরা বাংলা ছবি হয়েছে 'কাবেরী অন্তর্ধান'। এই পুরস্কারে সম্মানিত ও গর্বিত কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। কিন্তু কোনও সেলিব্রেশন তাঁরা করবেন না বলেই জানিয়ে দিয়েছেন। 'অপরাজিত' সিনেমার জন্য সেরা রূপটান শিল্পীর জাতীয় পুরস্কার পেয়েছেন সোমনাথ কুণ্ডু। নিজের এই পুরস্কার আর জি করের মৃত চিকিৎসককে উৎসর্গ করেছেন তিনি।