shono
Advertisement

নোনা জলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়গাথা মিস করবেন না

ঐতিহাসিক এই জলযুদ্ধের সঙ্গে নিবিড় যোগ রয়েছে বাংলার৷ কীভাবে, নিজেই দেখুন ক্লিক করে৷ The post নোনা জলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়গাথা মিস করবেন না appeared first on Sangbad Pratidin.
Posted: 08:10 PM Jan 11, 2017Updated: 02:40 PM Jan 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস বলিউডের পর্দায় উঠে আসা কোনও নতুন ঘটনা নয়৷ যুদ্ধের কাহিনিও বহুবার বলা হয়েছে৷ কিন্তু এই যুদ্ধের কাহিনিতে মিশে আছে সমুদ্রের নোনা জল৷ সেই জলেই পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত৷ আর এই জয়েই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলা৷ ৭১’এর সেই বীরগাথাকেই ২০১৭-র পর্দায় নিয়ে এলেন নবাগত পরিচালক সংকল্প রেড্ডি৷ প্রকাশিত হল প্রথম ঝলক৷

Advertisement

সালটা ১৯৭১৷ চারদিকে মুক্তিযুদ্ধের আবহ। পাকিস্তানের কবল থেকে নিস্তার পেতে বিদ্রোহের ডাক দিয়েছিল বাংলাদেশ৷ পাকিস্তানও চিরাচরিত দমননীতি চরিতার্থ করতে পাঠিয়ে বসে অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন যুদ্ধজাহাজ পিএনএস গাজি৷ আসন্ন বিপদ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানকে রক্ষা করতে আসরে নামে ভারতের প্রথম রণতরী আইএনএস বিক্রান্ত৷ গাজিকে শুধু কৌশলে আটকেই দেয়নি ভারতীয় নৌবাহিনী, রীতিমতো ধরাশায়ী করেছিল পাক বাহিনীকে৷

সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত এই কাহিনি তৈরি হয়েছে হিন্দি ও তেলুগু ভাষায়৷ মুখ্য ভূমিকায় রাণা দগ্গুবাটি, তাপসী পান্নু,  কে কে মেনন, অতুল কুলকার্ণির মতো অভিনেতা৷ বিশেষ চরিত্রে রয়েছেন সদ্য প্রয়াত অভিনেতা ওম পুরিও৷ হিন্দিতে ছবির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব করণ জোহরের ধর্মা প্রোডাকশনস৷

আরও পড়ুন –

‘রইস’ মুক্তি পেলে পরিণতি ভাল হবে না, হুমকি শিবসেনার

সংগীতের জগতে চমক আনছেন সলমন খান

The post নোনা জলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই জয়গাথা মিস করবেন না appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement