shono
Advertisement

Breaking News

Zhiying Zeng

নবতিপর বাবার স্বপ্নপূরণ, ৫৮ বছরে অলিম্পিকে অভিষেক ঘটিয়ে চমকে দিলেন তানিয়া

তানিয়া চিন ছেড়েছিলেন ১৯৮৯ সালে।
Published By: Krishanu MazumderPosted: 04:08 PM Jul 31, 2024Updated: 04:13 PM Jul 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক ঘটিয়ে রীতিমতো চমকে দিলেন তানিয়া জেং। ১৯৮৯ সালে চিন ছেড়েছিলেন তিনি। চলে যান চিলিতে। সেই চিলির হয়েই অলিম্পিকে অভিষেক ঘটল তাঁর। যদিও প্রথম রাউন্ডেই ছিটকে যেতে হয় তাঁকে। কিন্তু তাঁর জীবনের গল্প  অন্যদেরও প্রেরণা জোগাতে পারে।
আসলে তিনি চিনের মানুষ। তখন তাঁর নাম ছিল জেং ঝিইয়িং। কিন্তু চিলিতে বিয়ের পরে তাঁর নাম পরিবর্তিত হয় তানিয়া জেং। যখন চিন ছেড়ে পাড়ি দিয়েছিলেন, সেই সময়ে তাঁর বয়স ছিল ২৩। চিলিতে গিয়ে বিভিন্ন টেবিল টেনিস দলকে কোচিং করান তানিয়া। 

Advertisement

[আরও পড়ুন: ডুরান্ডে সেরা টিম নামানোর প্রতিশ্রুতি মলিনার, গোল করে দর্শকদের রিটার্ন গিফট দিতে চান জেমি]


২০০০ সালে তিনি স্থির করেন টেবিল টেনিস ছেড়ে দেবেন। অন্য কোনও দিকে কেরিয়ার তৈরি করবেন। টেবিল টেনিস থেকে নিজেকে সরিয়েও রাখেন দীর্ঘ কুড়ি বছর। কোভিড অতিমারীর সময়ে তিনি ফের স্থির করেন টেবিল টেনিসে ফিরবেন। টেবিল কিনে খেলা শুরু করেন। স্যান্টিয়াগোয় অনুষ্ঠিত টেবিল টেনিস প্রতিযোগিতায় ব্রোঞ্জ পাওয়ার পরে চিলিতে তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।
তানিয়া বলেছেন, ''অলিম্পিকে নামার স্বপ্ন কখনও দেখিনি। বিনোদনের জন্য খেলতাম।অলিম্পিকে যোগ্যতা অর্জন আমার কাছে দারুণ এক স্বপ্ন সফল হওয়া। এই বয়সে অলিম্পিকে নামতে পারায় আমি দারুণ খুশি।''
জেংয়ের বাবা ছিলেন টেবিল টেনিস কোচ। তাঁর বয়স এখন ৯২। নবতিপর বৃদ্ধ দেখলেন তাঁর মেয়ে অলিম্পিকে নেমেছেন। যে বয়সে মানুষ অবসরের চৌহদ্দিতে পৌঁছে যায়, সেই বয়সে তাঁর মেয়ে দ্য গ্রেটেস্ট শো অব আর্থে নেমে নজর কেড়ে নিয়েছেন। 

[আরও পড়ুন: বল হাতে গেমচেঞ্জার রিঙ্কু, ডাগ আউটে বসে স্বস্তির হাসি গম্ভীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক ঘটিয়ে রীতিমতো চমকে দিলেন তানিয়া জেং।
  • ১৯৮৯ সালে চিন ছেড়েছিলেন তিনি।
  • চলে যান চিলিতে।
Advertisement