সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দ্য কেরালা স্টোরি’তে মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। আর সেটাই কাল হল অভিনেত্রীর জন্য। লাগাতার কুরুচিকর বার্তার পাশাপাশি প্রাণনাশের হুমকি পাচ্ছেন সোনিয়া বালানি। যার জেরে নিজেকে নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তিনি।
প্রসঙ্গত, বিতর্ককে সঙ্গে নিয়েই বক্সঅফিসে দেড়শো কোটির বেশি আয় করে ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি’। রাজনৈতিক ময়দানেও বিতর্কের অন্ত নেই এই সিনেমা নিয়ে। ‘প্রোপাগান্ডা ছবি’র তকমা পেলেও বক্স অফিসে কামাই আটকে থাকেনি সুদীপ্ত সেন পরিচালিত তথা বিপুল শাহ প্রযোজিত এই ছবির। দেশজুড়ে ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যখন চর্চা তুঙ্গে, ঠিক সেই সময়েই চাঞ্চল্যকর কথা ফাঁস করলেন ছবির অভিনেত্রী সোনিয়া বালানি।
[আরও পড়ুন: ঐশ্বর্যর পোশাক সামলাতেও লোক..! ‘ওরা তোমার চাকর?’, তীব্র কটাক্ষ বিবেক অগ্নিহোত্রীর]
উল্লেখ্য, সোনিয়াকে এই সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে। গল্প অনুযায়ী, হিন্দু বান্ধবীদের ফুঁসলিয়ে ইসলামে ধর্মান্তরিত করে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য দেশের বাইরে পাচার করছিল খলনায়িকা আসিফা। সেই চরিত্রেই দেখা গিয়েছে সোনিয়াকে। পর্দায় সেটা দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন কট্টর হিন্দুপন্থীদের একাংশ। তারপর থেকেই সোনিয়ার কাছে খুনের হুমকি আসতে থাকে ক্রমাগত।
সোনিয়া বালানির কথায়, “কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা যখন সিনোমাটা তৈরি করি, তখন ওই মেয়েগুলোর সঙ্গে ঘটা সত্যঘটনাগুলোর কথাই মাথায় রেখেছিলাম। সুদীপ্ত স্যার, গত ৭ বছর ধরেই এই বিষয়ের ওপর গবেষণা করছেন। আমাকে যখন বেশকিছু ছবি-ভিডিও দেখান, তৎক্ষণাৎ আমি রাজি হয়ে যাই আসিফার চরিত্রে অভিনয় করতে। রিলিজ করার পর থেকেই প্রচুর কুরুচিকর কথা শুনতে হচ্ছে।”
[আরও পড়ুন: ‘বাংলায় হুমকির মুখে ডিস্ট্রিবিউটাররা’, ক্ষুব্ধ ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক]
এরপরই সোনিয়া যোগ করেন, “আমার পরিবার ও বন্ধুবান্ধবরা যদিও খুব খুশি ‘দ্য কেরালা স্টোরি’তে আমার পারফরম্যান্স নিয়ে। সকলের এটা বোঝা উচিত, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে বার্তা দিয়েছি, কারও ধর্মীয় ভাবাবেগকে আঘাত করতে চাইনি।”