সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্ককে সঙ্গী করেই বক্সঅফিসে প্রায় দুশো কোটির দুয়ারে ‘দ্য কেরালা স্টোরি’। মাত্র ১২ দিনেই ছক্কা হাঁকিয়েছে। বক্স অফিসের দৌঁড়ে সলমন খানকে ভোকাট্টা করে রমরমিয়ে ব্যবসা করছে আদা শর্মার ছবি। বিতর্ক হাওয়ার পালে ভর করে নির্মাতাদের এখন ‘পোয়াবারো’।
সম্প্রতি মুক্তি পেয়েছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। অন্যদিকে রয়েছে রণবীর কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’। রণবীর-সলমনদের সিনেমা একশো কোটির ক্লাবে ঢুকে গেলেও, বলিউডের এই দুই সুপারস্টারকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। দেশের একাধিক রাজ্যের প্রেক্ষাগৃহে নিষেধাজ্ঞা জারি হলেও ইতিমধ্যেই জাতীয়স্তরে এই সিনেমার আয় বেশ হইচই ফেলে দিয়েছে বিনোদুনিয়া থেকে রাজনৈতিকমহলে।
[আরও পড়ুন: ‘জেব্রার মতো লাগছে..’, Cannes-এ সাদা-কালো পোশাকে চূড়ান্ত কটাক্ষের শিকার সারা]
বক্স অফিস রেকর্ড বলছে, ১৩ দিনে ‘দ্য কেরালা স্টোরি’র মোট আয় ১৬৫ কোটি টাকা। তেইশের সিনে-বাজারে যা এখনও পর্যন্ত এত কম সময়ে আয় করতে পেরেছে একমাত্র ‘পাঠান’ শাহরুখ খান। অন্যদিকে, ভাঁটা পড়েছে সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ক্যাশবাক্সে। মোটে ১১০ কোটি টাকা ঘরে তুলতে পেরেছেন নির্মাতারা। রণবীর কাপুর অবশ্য বক্স অফিসের দৌঁড়ে ভাইজানের থেকে খানিক এগিয়ে। তাঁর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর আয় এখনও পর্যন্ত ১৪৯ কোটি। তবে মাত্র দু’ সপ্তাহে ‘দ্য কেরালা স্টোরি’ তেইশের বক্সঅফিসে দ্বিতীয় স্থানাধিকার করে ফেলেছে।
প্রসঙ্গত, ৫মে মুক্তি পেয়েছে আদা শর্মা অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’। প্রথম দিন থেকেই যা বিতর্কের শিরোনামে। সমালোচকদের দাবি, এই ছবি মুসলিম বিরোধী। শুধু তাই নয়, ‘দ্য কেরালা স্টোরি’কে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরোধী একটি ছবি বলেও তোপ দেগেছেন রাজনীতি থেকে সিনেদুনিয়ার একাংশ। তবে ‘প্রোপাগান্ডা ছবি’র তকমা সাঁটলেও নির্ভীক সিনেমার পরিচালক সুদীপ্ত সেন ও প্রযোজক বিপুল শাহ। দেশজুড়ে এই ছবি নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন বক্সঅফিসের এই বিপুল অঙ্কে যে প্রযোজকদের পোয়াবারো , তা বলাই বাহুল্য।