সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পূর্ণ হল আধুনিক রাজনীতির চাণক্যর শেষকৃত্য। তবে কোভিড বিধির জেরে প্রিয় মানুষটিকে শেষবার চোখের দেখা দেখতে পেলেন না অনেকেই। শুধুমাত্র পরিবারের সদস্যরাই পিপিই কিট পরে নির্দিষ্ট নিয়ম মেনে লোধি রোড শ্মশানে হাজির ছিলেন। কার্যত নিঃশব্দেই বিদায় নিলেন সকলের প্রিয় ‘প্রণবদা’ (Pranab Mukherjee)।
সোমবার সন্ধেয় দিল্লির সেনা হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন দেশের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর পর থেকেই দেশ-বিদেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া। কারণ, কংগ্রেসের দিল্লি ঘরানার নেতা হয়েও সকল রাজনৈতিক দলের কাছে ভীষণ প্রিয় ছিলেন তিনি। নিন্দুকেরা বলেন, ক্ষমতার অলিন্দা বিচরণ করলেও জনভিত্তি ছিল না তাঁর। অথচ শেষবার তাঁকে দেখার জন্য সকলে ছুটে আসতে চেয়েছিলেন অনেকেই। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কোভিড বিধি। তাই একাধিক নিয়ম পরিবর্তন করেই সারা হল একমাত্র বাঙালি রাষ্ট্রপতির শেষকৃত্য।
[আরও পড়ুন : ‘প্রণব মুখোপাধ্যায় ছিলেন অজাতশত্রু, এক প্রতিষ্ঠান’, স্মৃতিচারণায় লালকৃষ্ণ আডবানী]
এদিন সকাল থেকে ১০ রাজাজি মার্গে বাড়িতে শেষশ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন দেশের তাবর তাবর ব্যক্তিত্ব। কিন্তু কোভিড পরিস্থিতিতে প্রণববাবুর মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে পারেননি তিনি। বরং নিয়ম ভেঙে তাঁর ছবিতেই ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান সকলে। দুপুর সোয়া একটা নাগাদ মহামারীর জেরে কামানবাহী শকটের বদলে কাঁচের গাড়িতেই লোধি রোড়ে শ্মশানেই তাঁর মরদেহ নিয়ে আসা হয়। এখানেই তাঁর স্ত্রীও শেষকৃত্য হয়েছিল। সেখানে পিপিই কিট পরে পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, মেয়ে ও নিকট আত্মীয়রা উপস্থিত হয়। সমস্ত উপাচার করেন ছেলেই। পরে ভারতরত্নের উদ্দেশে গান স্যালুটও দেওয়া হয়। শেষযাত্রাও স্লোগান ওঠে, ‘প্রণবদা অমর রহে’। সত্যিই তো, নশ্বর শরীরটা পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও আপামর ভারতীয়র মনের মণিকোঠায় তাঁর সদাহাস্যময় মুখটাই রয়ে যাবে।
[আরও পড়ুন : কোভিডবিধি মেনেই শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন রাষ্ট্রপতির, শেষ শ্রদ্ধা মোদির]
দেখুন ভিডিও:
The post পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল প্রাক্তন রাষ্ট্রপতির শেষকৃত্য, PPE পরে উপাচার সারলেন ছেলে appeared first on Sangbad Pratidin.