সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমজনতাকে নবরাত্রি এবং দুর্গাপুজোর উপহার দিল কেন্দ্র। উৎসবের মুখেই কমিয়ে দেওয়া হল বাণিজ্যিক LPG‘র দাম। এই নিয়ে টানা ৬ মাস কমল বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজি সিলিন্ডারের দাম। অক্টোবরের শুরুতে ১৯ কেজি সিলিন্ডারের দাম কমল ২৫ টাকা ৫০ পয়সা থেকে ৩২ টাকা ৫০ পয়সা পর্যন্ত।
কলকাতায় আগে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৯৫.৫০ টাকা। অনেকটা কমে এখন তা হল ১ হাজার ৯৫৯ টাকা ৫০ পয়সা। রাজধানী দিল্লিতে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ২৫ টাকা ৫০ পয়সা। রাজধানীতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৮৫৯ টাকা। মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৩২ টাকা ৫০ পয়সা। চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। তবে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৫.৫০ টাকা কমে ২ হাজার ৯ টাকা হয়েছে। চার মহানগরের মধ্যে একমাত্র চেন্নাইয়েই বাণিজ্যিক গ্যাসের দাম দু’হাজার টাকার বেশি।
[আরও পড়ুন: রেপো রেট বৃদ্ধির জের, উৎসবের মরশুমে আকাশছোঁয়া সোনার দাম]
প্রসঙ্গত, মে মাস থেকে শুরু করে এই নিয়ে টানা ছ’মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমাল তেল সংস্থাগুলি। পরপর ছ’মাস বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমার ফলে হোটেল ব্যবসায়ী বা এলপিজি চালিত গাড়ির মালিকরা বড়সড় স্বস্তি পাবেন। পরোক্ষে প্রভাব পড়বে পণ্যের বাজারেও। যদিও রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দাম এমাসে কমানো হয়নি। ফলে গৃহস্থর হেঁসেলে এখনই কোনও স্বস্তির খবর নেই।
[আরও পড়ুন: প্রাকৃতিক গ্যাসের দামে রেকর্ড বৃদ্ধি, আরও দামি হতে পারে সিএনজি-রান্নার গ্যাস]
প্রসঙ্গত, এর আগে মে মাসের শেষের দিকে একধাক্কায় পেট্রল-ডিজেলের (Petrol-Diesel) দামও অনেকটা কমায় কেন্দ্র। পেট্রলে বড় হারে শুল্ক কমায় লিটার প্রতি দাম কমে সাড়ে আট টাকা। একইভাবে ডিজেলের দামও লিটার প্রতি কমে ৭ টাকা। সেই সঙ্গে উজ্বলা যোজনার আওতায় থাকা ঘরোয়া LPG সিলিন্ডারেও ২০০ টাকা করে ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসলে জ্বালানি মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণে বেশ ব্যাকফুটে ছিল মোদি (Narendra Modi) সরকার। তাই একপ্রকার বাধ্য হয়েই জ্বালানির দাম কমাচ্ছে কেন্দ্র।