shono
Advertisement

আতঙ্কের মূর্ত প্রতীক সমুদ্রে ভাসমান এই হোটেল

মূর্তিগুলি নাকি চোখের সামনে থাকতে থাকতেই হঠাৎ উধাও হয়ে যায়৷ The post আতঙ্কের মূর্ত প্রতীক সমুদ্রে ভাসমান এই হোটেল appeared first on Sangbad Pratidin.
Posted: 01:56 AM Aug 18, 2016Updated: 08:28 PM Aug 17, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস যেখানে উপস্থিত সেখানে ইতিহাসের না মিলিয়ে যাওয়া অধ্যায় যে একেবারে হারিয়ে যাওয়া সম্ভব নয় তা হয়তো সকলেরই জানা৷ হারিয়ে গেলে অতীতের গল্প হয়তো অজানাই থেকে যেত৷ কিন্তু সেই অতীত যদি জীবন্ত হয়? কিংবা জীবন এবং মৃত্যুর মাঝখানে সেতুর মতো দাঁড়িয়ে থাকে যদি? তবে তাকে অলৌকিক বলা চলে কি?

Advertisement

এমনই এক প্রাচীন সমুদ্র তীরবর্তী হোটেল হল ‘দ্য কুইন মেরি হোটেল’৷ খুব আশ্চর্যের কথা হল, এই হোটেল আসলে একটি জাহাজ৷

 ১৯৩০ থেকে ১৯৬০ সাল পর্যন্ত উত্তর আর্টলান্টিক মহাসাগরে চলত এই জাহাজ৷ কিন্তু ১৯৭০ সাল থেকে সমুদ্রে ভাসমান হোটেল হিসাবে রয়ে গিয়েছে এটি৷ শোনা যায়, সমুদ্রে থাকাকালীন বেশ কিছু মৃত্যুর সাক্ষী রয়ে গিয়েছে এই জাহাজ৷ আর সেই মৃত্যুর ইতিহাস এখনও বয়ে বেড়াচ্ছে কুইন মেরি হোটেল৷

হোটেলের ভৌতিক ঘটনার সাক্ষী রয়েছেন বহু মানুষ৷ শোনা যায়, হোটেলের সুইমিং পুলে নাকি দুই অশরীরীর দেখা মেলে আজও৷ পাশাপাশি হোটেলের বি ৩৪০ ঘরটিতে এমন বহু ঘটনা ঘটে যাকে যুক্তি দিয়ে বিচার করা অসম্ভব৷ পাশাপাশি, হোটেলের করিডরে দেখা যায় সাদা পোশাকের এক মহিলাকে, কখনও আবার জাহাজের এক আর্দালিকে দেখা যায় সেখানে৷

আর সবচেয়ে অবাক করা ব্যাপার কী জানেন? এই মূর্তিগুলি নাকি চোখের সামনে থাকতে থাকতেই হঠাৎ উধাও হয়ে যায়৷

The post আতঙ্কের মূর্ত প্রতীক সমুদ্রে ভাসমান এই হোটেল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement