সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মসূত্রে তিনি বাংলার৷ ছেলেবেলায় কলকাতাতেই ছিল তাঁর পরিবার৷ কিন্তু কপালের ফেরে জীবনটাই ওলটপালট হয়ে গেল৷ পাঁচ বছরের ছোট্ট ছেলেটা মা আর দাদার থেকে চলে গেল অনেক দূরে৷ তারপর আবারও সেই ভাগ্যকে সঙ্গী করে জীবনে পেল নতুন মানুষদের৷ পেল আশ্রয়৷ এরপর পাড়ি দিল ভিনদেশে৷ কিন্তু শিকড়ের টান উপেক্ষা করা কি সম্ভব? আর তাই বোধহয় ২৫ বছর পরেও অস্ট্রেলিয়ার সরু ব্রিয়ারলে ফিরে এলেন ভারতে৷ গুগল ম্যাপের সাহায্যে খুঁজে পেলেন তাঁর হারিয়ে যাওয়া ঘর, তাঁর হারিয়ে যাওয়া পরিবারকে৷
‘আ লং ওয়ে হোম’ অবলম্বনে ‘লায়ন’ ছবিটির প্রেক্ষাপট মূলত হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধান৷ আর এই ছবিরই ট্রেলার মুক্তি পেল সম্প্রতি৷ ছবিতে সরু ব্রিয়ারলের ভূমিকায় দেখা যাবে ‘স্লাম ডগ মিলিয়ানিয়র’ খ্যাত দেব প্যাটেলকে৷ গার্থ ডাভিস পরিচালিত এই ছবিটিতে দেব প্যাটেল ছাড়াও অভিনয় করেছেন রুনি মারা, নিকোল কিডম্যান, ডেভিড ওয়েনহ্যাম প্রমুখ৷ জানা গিয়েছে চলতি বছরে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে দেখানো হবে ছবিটি৷
সরুর হারিয়ে যাওয়া, অচেনা ট্রেন সফর, অস্ট্রেলীয় দম্পতির দত্তক নেওয়া, শিকড়ের টান, নিজের পরিবারের খোঁজ, নিজের মানুষগুলোকে একবার দেখার ইচ্ছে, দায়িত্ববোধ এবং শেষটায় গুগল ম্যাপের সাহায্যে খুঁজে পাওয়া সেই শিকড় – সব মিলিয়ে ট্রেলারেই মন জয় করল দেব অভিনীত ‘লায়ন’৷
দেখে নিন ট্রেলারটি:
The post গুগল ম্যাপই সঙ্গী, ২৫ বছর পরে শিকড় খুঁজে পেল যুবক appeared first on Sangbad Pratidin.