shono
Advertisement

ফের পর্দায় মোদির জীবনকাহিনি, এবার ওয়েব সিরিজে

দেখুন ট্রেলার।
Posted: 09:02 PM Mar 27, 2019Updated: 09:02 PM Mar 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বায়োপিক মুক্তি পাওয়ার কথা ৫ এপ্রিল। আর এই এপ্রিলেই শুরু হবে নরেন্দ্র মোদিকে নিয়ে একটি ওয়েব সিরিজ। মোদির ছোটবেলা থেকে প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত গোটা জার্নিটাই তুলে ধরা হবে ওয়েব সিরিজে। সদ্য মুক্তি পাওয়া ৩ মিনিট ১৬ সেকেন্ডের ট্রেলারে দেখানো হয়েছে তারই ঝলক।

Advertisement

সিরিজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকায় দেখা যাবে অভিনেতা আশিস শর্মাকে। কিশোর মোদির চরিত্রে অভিনয় করেছেন ফইজল খান। ট্রেলারে যেমন উঠে এসেছে মোদির জীবন কাহিনি, তেমনই উঠে এসেছে গুজরাটের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং জরুরি অবস্থার কথা। সেন্সর বোর্ডের সদস্য মিহির ভুটা ও রাধিকা আনন্দ লিখেছেন এর চিত্রনাট্য। পরিচালনা করেছেন উমেশ শুক্লা।

[ আরও পড়ুন: মিমির সঙ্গে সেলফিতে ‘না’ তৃণমূলের, গোঁসা দলের নিচুতলার কর্মীরা  ]

কিন্তু প্রশ্ন হচ্ছে শিয়রে নির্বাচন। এই মরশুমে কি মোদির বায়োপিক নিয়ে ওয়েব সিরিজ করা বিজেপির প্রচারের নামান্তর? কারণ প্রধানমন্ত্রীর জীবন নিয়ে যে সিনেমাটি মুক্তি পাচ্ছে, তার নির্মাতাদের ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ছবির মুক্তি পিছনোর দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। ছবিটির উপর নির্বাচন শেষ হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হোক, এমন দাবি তুলে সরব হয়েছিল কংগ্রেসও। এমনকী নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও হয়। মহারাষ্ট্র নবনির্মাণ সেনার তরফে ছবির নির্মাতাদের রীতিমতো হুমকি দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, নির্বাচনের আগে মহারাষ্ট্রে ছবি মুক্তি পেলে ফল ভাল হবে না। এর পরই ছবির নির্মাতাদের নোটিস ধরায় নির্বাচন কমিশন।

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। বলা হয়েছে, নির্বাচন কমিশনের অনুমোদন ছাড়া কোনও রাজনৈতিক ছবির প্রদর্শন করা যায় না। ৩০ মার্চের মধ্যে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির অরুণ জেটলি অবশ্য বাকস্বাধীনতার পক্ষে সওয়াল করে ছবিটির সমর্থনে দাঁড়িয়েছেন।

তবে প্রশ্ন এখানে অন্য জায়গায়। মোদির ছবির উপর যে খাঁড়া নেমে এসেছে, তাঁর ওয়েব সিরিজের উপরও কি একই প্রভাব পড়বে? কারণ এটিও ভোটের মুখেই মুক্তি পাচ্ছে।

[ আরও পড়ুন: জল্পনা সত্যি করে কংগ্রেসেই যোগ দিলেন অভিনেত্রী উর্মিলা মাতণ্ডকর ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement