রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সামনে বিধানসভা ভোট। তাই এই রাজ্যে রামজন্মভূমি অযোধ্যায় মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের সময়সীমা এগিয়ে আনল বিশ্ব হিন্দু পরিষদ। বঙ্গে তাদের অভিযান শুরু হচ্ছে আজ, ১৫ জানুয়ারি থেকে। এজন্য তৈরি পাঁচ হাজার টিম। লক্ষ্য তিরিশ হাজার গ্রাম। দু’হাজার শহর-শহরতলি। এই পরিকল্পনা রূপায়ণে টোলি, জেলা সমিতি, নিধি অভিযান প্রমুখ তৈরি।
জেলায় বিশেষ সমিতি গঠিত হয়েছে, যারা বড় অংকের অনুদান, কমপক্ষে ১০ হাজার টাকার বেশি সংগ্রহে সাহায্য করবেন। স্থানীয় টোলির সদস্যরা ১০ থেকে ১০০ টাকার কুপন নিয়ে যাবেন বাড়ি বাড়ি। দেশজুড়ে কর্মসূচি হলেও ভোটের আগে এ রাজ্যের প্রভাবের গুরুত্ব রয়েছে, মনে করছে রাজনৈতিক মহল। যদিও বিশ্ব হিন্দু পরিষদের সর্বভারতীয় সহ-সম্পাদক তথা সংগঠনের বিশেষ সম্পর্ক বিভাগ প্রমুখ শচীন্দ্রনাথ সিংহ জানিয়েছেন, “রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা সমাজ জাগরণের কাজ। রামমন্দির সকলের। তাই সকলের অংশগ্রহণ চাই। ন্যূনতম ১০ টাকার কুপন থাকবে।”
[আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে কলকাতার পুরভোটের সম্ভাবনা নেই! ইঙ্গিত ফিরহাদের]
১৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলায় বাড়ি বাড়ি অভিযান করবে বিশ্ব হিন্দু পরিষদ। এই কর্মসূচির নাম ‘রামজন্মভূমি নির্মাণে নিধি সমর্পণ’ অভিযান। একটি টিমে চার থেকে পাঁচজন থাকবে। একটি লিফলেট প্রতিটি পরিবারে দেওয়া হবে। যেভাবে রামমন্দির তৈরি হচ্ছে সেই লিফলেটে তার বর্ণনা থাকবে। মন্দিরের মডেলের ছবি থাকবে। মন্দিরের বৈশিষ্ট্য ও প্রাঙ্গনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে লিফলেটে। আন্দোলনের ইতিহাস তুলে ধরা হবে। পরিষদের রাজ্য মিডিয়া ইনচার্জ সৌরীশ মুখোপাধ্যায় জানালেন, ১০ টাকা, ১০০ টাকা ও ১ হাজার টাকার কুপন রয়েছে। যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করবে। তবে এই কাজে শুধু বিশ্ব হিন্দু পরিষদ নয়, সংঘের অন্য শাখা সংগঠনগুলিও নেমে পড়েছে নিজেদের মতো করে। স্থানীয় টোলি বা কমিটির তরফে কার্যালয় খোলা হয়েছে। সেখানে প্রতিদিনের সংগ্রহ জমা দিতে হবে। কোনও টাকা বকেয়া রাখা যাবে না। এবং সংগৃহীত অর্থ প্রতিদিন ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে নির্দিষ্ট অ্যাকাউন্টে।