shono
Advertisement

‘বুফে’র এই পাঁচ স্বর্গরাজ্য এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই

যত চান, তত খান৷ ‘বুফে’র গুণ গেয়ে যান LIKE-SHARE-COMMENT করে৷ The post ‘বুফে’র এই পাঁচ স্বর্গরাজ্য এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই appeared first on Sangbad Pratidin.
Posted: 12:20 AM Nov 24, 2016Updated: 07:46 PM Nov 23, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডানে মোগলাই, বাঁয়ে চাইনিজ, সামনে জাপানিজ স্বাদ, নেপথ্যে লেবানিজ খানা – নতুন যুগের বাঙালিয়ানায় সব মিলেমিশে একাকার৷ যুগের সঙ্গে তাল মিলিয়ে একপাতে সব সাজিয়ে হাজির রেস্তোরাঁগুলিও৷ ট্যাঁকে যাঁদের টাকা আছে, পাতে তাঁদের ‘বুফে’র রমরমা৷

Advertisement

‘বুফে’ সংস্কৃতির এই প্রভাব থেকে বাদ যায়নি শহর কলকাতাও৷ এক ছাদের তলায় কাবাব, টিক্কা, সুশি, সিজলারের আস্বাদ ছাড়ছেন না মধ্যবিত্ত বাঙালিও৷ ফিউশনের এই ফিস্টে বাঙালির তালিকায় রয়েছে এই গুটিকয়েক নাম৷

বারবিকিউ নেশন – কলকাতায় এসেই জনপ্রিয়তা বেড়েছে ‘বুফে’র এই স্বর্গরাজ্যের৷ মধ্যাহ্নভোজের সময় দুপুর ১২টা থেকে ২.৪৫৷ আর রাতের খাবারের সময় সন্ধে ৬.৩০টা থেকে ১০.৪৫ পর্যন্ত৷ নিরামিষ ও আমিষ যা আপনার পছন্দ সবই পেতে পারেন মাথাপিছু ৬০০ টাকা থেকে ৯০০টাকার মধ্যে৷ সল্টলেক সেক্টর ফাইভের আরডিবি প্রেক্ষাগৃহের পাশেরটিতেই যাওয়া শ্রেয়৷

ফোন – ০৩৩ ৩০৯৯১২৪০

 

ভিলেজ, দ্য সোল অফ ইন্ডিয়া – শান্ত, ছিমছাম জায়গা চাইলে এইখানে যাওয়াই ভাল৷ যে কোনও ভারতীয় খাবার আপনি এখানে পেতে পারেন৷ সঙ্গে অসামান্য পরিবেশ৷ নিরামিষ-আমিষ যাই খাবেন একজনের ৫০০ টাকার মধ্যেই হয়ে যাবে লেকটাউনের ডায়মন্ড প্লাজা মলের এই রেস্তোঁরায়৷

ফোন – ৯১ ৭০৪৪৩১২৩০৮

 

কষে কষা – আমিষ যাঁরা পছন্দ করেন, তাঁদের কাছে আদর্শ গোলপার্কের ‘কষে কষা’ রেস্তোঁরা৷ বিশেষ করে মটনের পদগুলি যিনি একবার চেখেছেন, তিনি বার বার এর দুয়ারে গিয়েছেন৷ ৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে এখানে ভালভাবে খেয়ে নিতে পারবেন দু’জনে৷

ফোন – ০৩৩ ৩০৯৯০৩২১

 

মেইনল্যান্ড চায়না –  বাংলার মাঝে এই একটুকরো চিনের কদর দিন কে দিন বেড়েই চলেছে৷ রোস্ট ল্যাম্প, বারবিকিউড ফিশ, মিক্সড মিট ফ্রায়েড রাইস – জিভে জল আনা এই সব পদের আঁতুরঘর মেইনল্যান্ড চায়না৷ ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যেই এই পদ চলে আসবে একজনের হাতে নাগালে৷

ফোন – ০৩৩ ২৪২২৫৩৩০ / ০৩৩ ২৪২২৫৩৩১

 

ফ্লেম অ্যান্ড গ্রিল –  চারটি স্টার্টার, চারটি মেনকোর্স আর সাত রকমের ডেজার্ট৷ যত চান, তত খান৷ ফ্লেম অ্যান্ড গ্রিলে কেউ আটকাবে না আপনাকে৷ চিকেন, মটন, প্রন, পনির সবই মজুত আছে এই ‘বুফে’র ভান্ডারে৷ সাউথ সিটির এই আস্তানায় খেতে গেলে মাথাপিছু খরচ  ৮০০ থেকে ১০০০ টাকা৷

ফোন – ০৩৩ ৩০৯৯১২০৭

 

The post ‘বুফে’র এই পাঁচ স্বর্গরাজ্য এখন মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement