shono
Advertisement

যুদ্ধশেষে মিলনান্তক কাহিনি, আইএস ক্যাম্প ছেড়ে যেতে চায় না ইয়াজিদি কিশোরী

৩ বছর আগে সিরিয়ার আল-হোল ক্যাম্পে ঠাঁই পেয়েছিল ২ কিশোরী৷ The post যুদ্ধশেষে মিলনান্তক কাহিনি, আইএস ক্যাম্প ছেড়ে যেতে চায় না ইয়াজিদি কিশোরী appeared first on Sangbad Pratidin.
Posted: 06:05 PM Jun 15, 2019Updated: 01:26 PM Jun 17, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধের কীই বা বোঝে ওরা? ভালমন্দেরই বা কতটুকু বোধ? কিন্তু ভালবাসার অনুভূতি নিশ্চই বুঝেছে৷ তাই তো বিশ্বের ত্রাস ইসলামিক স্টেটের সদস্যদের কাছেই থেকে যেতে চায় দুই ইয়াজিদি কিশোরী৷ মা, বাবা খোঁজ করে বাড়ি ফেরাতে চাইলেও তারা যেতে চায় না৷ সিরিয়ার এক ক্যাম্পে এমনই বিরল ভালবাসার একটুকরো নিদর্শন বিশ্বের সামনে এল৷

Advertisement

[আরও পড়ুন: জনরোষে টালমাটাল ‘লেগকো’, বিতর্কিত প্রত্যর্পণ বিল প্রত্যাহার করল হংকং]

ইয়াজিদি সম্প্রদায়ের মানুষজন বরাবারই অত্যাচারিত৷ মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট অংশজুড়ে বসবাস তাদের৷ ওই এলাকা যখনই যার দখলে এসেছে, তখনই তাদের দ্বারা অত্যাচারিত হতে হয় নিরীহ এই মানুষগুলোকে৷ আইএসের উত্থানের পর তারাও ইয়াজিদিদের নিয়ন্ত্রক হয়ে উঠতে চেয়েছিল৷ কয়েক বছর ধরে সিরিয়া, ইরাকে যথেচ্ছ ধ্বংসলীলা চালানোর পর  এবছরের শুরুর দিকে আইএসের শক্তি ফুরিয়ে যায়৷ সিরিয়ার বাঘুজে শহরে শেষ ঘাঁটির পতন হয়৷ ধরা পড়তে থাকে একের পর এক আইএস শীর্ষ নেতা৷ইয়াজিদিদের পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারা যায়নি৷ এখনও কয়েক হাজার এই সম্প্রদায়ের মানুষ মধ্যপ্রাচ্যের কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে বসবাস করছে অত্যাচারিত হয়েই৷ আর সিরিয়ায় এই শোষক শিবিরেই রয়ে গিয়েছে ইয়াজিদি পরিবারের দুই সন্তান৷

পূর্ব সিরিয়ার আল-হোল ক্যাম্প৷ যা একসময়ে আইএসের শিবির ছিল৷ বর্তমানে এখানে কোনওক্রমে মাথা গুঁজে রয়েছে বিদ্রোহীরা৷ বছর তিন আগে এই শিবিরেই কোনওভাবে এসে পড়েছিল ৮ আর ১১ বছরের দুই ইয়াজিদি কিশোরী৷ পরিবার ছেড়ে এমন ভয়ংকর মানুষগুলোর কাছে এসে তো আতঙ্কে কুঁকড়ে থাকার কথা৷ কিন্তু দুই বোন শোনাচ্ছে অন্য গল্প৷ শত্রুশিবিরের সঙ্গে একটা বন্ধুত্ব, ভালবাসার ভিন্ন সমীকরণ৷

[আরও পড়ুন: ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের টোপ, রাশিয়াকে টেক্কা দিতে মরিয়া আমেরিকা]

এখন দু’জনের বয়স ১১ ও ১৪ বছর৷ সম্প্রতি আইএসের পতনের পর মেয়েদের খবর পেয়ে আল-হোল শিবিরে গিয়েছিলেন ইয়াজিদি নেতা মহম্মদ রাশো৷ ঘরের মেয়েদের ঘরে ফেরাতে৷ কিন্তু এ কী বিচিত্র ব্যাপার? মেয়েরা তো তাঁকে চিনতেই চাইছে না৷ ঘরে ফেরার নাম শুনে কেঁদেকেটে একশা৷ কিছুতেই ওই আইএস বন্ধুদের ছেড়ে মা,বাবার কাছে ফিরতে একেবারেই রাজি নয়৷ দুই মেয়ে বলছে, তিন বছর আগেই তাদের জীবন পালটে দিয়েছে আইএস সদস্যরা৷ নতুন নামকরণ করেছে, নতুন জীবন, পরিবার দিয়েছে, বদলে দিয়েছে আদর্শও৷ তারা এও বলছে, ‘আমরা নতুন মাকে নিজের মায়ের চেয়েও ভালবাসি৷ তিনি আমাদের মায়ের চেয়েও বেশি যত্ন করেছেন৷ আমাদের নিজেদের বাবা, মায়ের তো ডিভোর্স৷ তাঁরা আমাদের খুব একটা গুরুত্বই দেননি৷ কিন্তু উনি আমাদের এমনভাবে বড় করছেন, যেন আমরা তাঁর নিজের মেয়ে৷’ এভাবেই শাসক-শোষিতের তিক্ততার বাইরেও আপন হয়ে গিয়েছে দুই শিবিরের কয়েকজন অসমবয়সী সদস্য৷ আল-হোলস ক্যাম্পের এই টুকরো গল্পই প্রমাণ, যুদ্ধ কেবল ধ্বংসই করে না৷ কিছু সৃষ্টিও করে৷ তাই যুদ্ধের শেষেও এমন মিলনান্তক কাহিনি লেখা হয়৷

The post যুদ্ধশেষে মিলনান্তক কাহিনি, আইএস ক্যাম্প ছেড়ে যেতে চায় না ইয়াজিদি কিশোরী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement