অর্ণব আইচ: দোকানের শাটারের অংশ আর কাচ ভাঙা। ভিতরে ঢুকতেই বিশ্রী গন্ধ টের পেয়েছিলেন ব্যবসায়ী। ড্রয়ার ভেঙে চোর দেড় লাখ টাকা নিয়েছে। কিন্তু হাজার চেষ্টার পরও খুলতে পারেনি লোহার সিন্দুক। তাই রেগেমেগে শেষ পর্যন্ত সিন্দুকের সামনেই প্রস্রাব করে পালাল চোর। ঘটনাটি ঘটে মধ্য কলকাতার কটন স্ট্রিটে। পোস্তা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।
[কানে ব্লু-টুথ লাগিয়ে শহরে ফের হাইটেক টুকলি, গ্রেপ্তার ৩]
পুলিশ জানিয়েছে, নীরজ আগরওয়ালের প্লাস্টিকের ব্যবসা। শনিবার তিনি দোকানের শাটার বন্ধ করে চলে যান। তাঁর অফিসঘরের ড্রয়ারের ভিতর ছিল দেড় লাখ টাকা। আরও বেশ কয়েক লাখ টাকা ছিল সিন্দুকে। শনিবার রাত থেকে রবিবার ভোররাতের মধ্যে দুষ্কৃতী এসে শাটারের উপরের অংশ ভাঙে। ভিতরে ঢুকে প্রথমেই ভেঙে ফেলে সিসিটিভির ক্যামেরা ও মনিটর। অফিস ঘরের কাচ ভেঙে ভিতরে ঢুকে ড্রয়ারের লক খুলে চুরি করে দেড় লাখ টাকা। এরপর বিভিন্নভাবে সিন্দুক খোলার চেষ্টা করে। কিন্তু তা খুলতে না পেরেই সিন্দুকের সামনে প্রস্রাব করে শাটারের খোলা অংশ দিয়েই পালিয়ে যায় সে। সোমবার সকালে দোকান খুলতে এসে এই দৃশ্য দেখেন ব্যবসায়ী।
[২৪ সপ্তাহে গর্ভপাতের অনুমতি, ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের]
তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। দুষ্কৃতীকে ধরার চেষ্টা চলছে। এদিকে, শহরে একটি ট্যাক্সি চুরির অভিযোগে আকবর আলি কুরেশি নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেন লালবাজারের গোয়েন্দারা। তার কাছ থেকে দু’টি ট্যাক্সি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
The post সিন্দুক খুলতে না পেরে দোকানে প্রস্রাব ‘ব্যর্থ’ চোরের appeared first on Sangbad Pratidin.