সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ ফুট দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে (Bank) ঢুকে ১ কোটি টাকার সোনা (Gold) লুঠ করে পালাল চোর! এমনই অভিনব চুরির ঘটনায় বিস্মিত কানপুর। স্টেট ব্যাংকের ভানুটি শাখার এই ঘটনায় অবাক হয়ে গিয়েছে পুলিশও। আসলে এমন চুরির ঘটনা যে হার মানায় গল্পকাহিনিকেও।
পুলিশ কর্তা বিজয় ধুল এপ্রসঙ্গে জানিয়েছেন, চোরেরা রীতিমতো পরিকল্পনা করে যেভাবে এগিয়েছে তা চমকে দেওয়ার মতো। খুঁজতে খুঁজতে সুড়ঙ্গের মুখও খুঁজে পাওয়া গিয়েছে। দেখা গিয়েছে, একটি ফাঁকা জমি থেকে সেটি খোঁড়ে চোররা। তারপর মাটির তলা দিয়ে খুঁড়ে ব্যাংকের স্ট্রংরুমে পৌঁছে চুরি করে পিঠটান দিয়েছে।
তবে নগদ টাকার যে ঘর সেখানে ঢুকতে পারেনি চোরেরা। ফলে সেখানে রাখা নগদ ৩২ লক্ষ টাকার নাগাল পাওয়া সম্ভব হয়নি। কিন্তু সোনা রাখার ঘরটি ভেঙে ১.৮ কেজি সোনা চুরি করেছে তারা। এর মূল্য ১ কোটি টাকারও বেশি।
[আরও পড়ুন: শীতের রাতে উদ্ধার পরিত্যক্ত শিশু, বুকের দুধ খাইয়ে সুস্থ করলেন পুলিশ কর্তার স্ত্রী]
পুলিশ ও ফরেনসিক বাহিবী জোরকদমে তদন্তে নেমেছে। সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ কর্তা ধুল জানিয়েছেন, ”মনে করা হচ্ছে, ব্যাংকের ভিতরেরই কেউ এই অপরাধের সঙ্গে জড়িত। তিনিই পেশাদার অপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। আমরা ইতিমধ্যেই কিছু সূত্র পেয়েছি। এর মধ্যে হাতের ছাপকেই সবচেয়ে প্রত্যক্ষ প্রমাণ বলে মনে করা হচ্ছে। এটা রহস্যের সমাধানে বড় ভূমিকা নিতে পারে।”
কেন পুলিশের মনে হচ্ছে এই অপরাধে ব্যাংকেরই কেউ জড়িত? আসলে প্রাথমিক তদন্ত থেকে দেখা গিয়েছে, চোররা এত নিপুণ ভাবে অপরাধটি ঘটিয়েছে যে নিশ্চিত ভাবেই তারা আগে ভাল করে ‘রেইকি’ করে নিয়েছিল। ব্যাংকের কোথায় কী আছে, বিশেষ স্ট্রংরুমের অবস্থান সম্পর্কে তাদের কাছে প্রচুর তথ্য ছিল। তবে পুলিশের আশা, যতই সুপরিকল্পিত ভাবে ওই চুরির ঘটনা ঘটে থাকুক শেষ পর্যন্ত আসল অপরাধীকে তারা খুঁজে বের করবেই।