সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত বনাম আয়ারল্যান্ডের (India vs Ireland) তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বুধবার দীর্ঘক্ষণ খারাপ আবহাওয়ার কারণে ম্যাচ বন্ধ থাকে। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন আম্পায়াররা। সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছিল ভারত। তৃতীয় ম্যাচ ভেস্তে যাওয়ার কারণে ২-০ ফলে সিরিজ জিতে গেল জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) দল। সিরিজ সেরার পুরস্কারও পেলেন বুমরাহ।
আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকেই বৃষ্টির সম্ভাবনা ছিল। সিরিজের প্রথম ম্যাচেই থাবা বসিয়েছিল বৃষ্টি। ডাকঅয়ার্থ-লুইস নিয়মে মাত্র দুই রানের প্রথম ম্যাচ জিতেছিল মেন ইন ব্লু। তবে দ্বিতীয় ম্যাচে ভরপুর ক্রিকেট উপভোগ করেছিলেন দর্শকরা। জীবনের প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে ব্যাট করতে নেমেই ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন রিঙ্কু সিং। বুধবারও স্বমেজাজে ঝোড়ো ইনিংস খেলবেন কেকেআর তারকা, এমনটাই আশা ছিল।
[আরও পড়ুন: ‘অন্ধকার চাঁদে’ আলো ছড়িয়ে যাত্রা শুরু প্রজ্ঞানের, চাঁদের মাটিতে জলের খোঁজ চালাবে রোভার]
বুধবারের ম্যাচে রিঙ্কু ছাড়াও আরও বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে ম্যাচে খেলানো হতে পারে বলেই শোনা গিয়েছিল। কিন্তু দীর্ঘক্ষণ ধরে বৃষ্টি চলতে থাকায় দুই দলের অধিনায়ক হ্যান্ডশেক করে নেন। বৃষ্টির কারণে ম্যাচ বাতিল বলে ঘোষণা করেন আম্পায়াররা।
এই সিরিজেই দীর্ঘদিন পরে কামব্যাক করেছেন বুমরাহ। চোট সারিয়ে ফেরা তারকা পেসারকেই দলের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রত্যাবর্তনেই সিরিজ সেরার পুরস্কার পেলেন তিনি। সিরিজে মোট চারটি উইকেট গিয়েছে তাঁর ঝুলিতে। পুরস্কার নিতে এসে বুমরাহ জানিয়েছেন, চোট সমস্যা একেবারেই সেরে গিয়েছে। ফলে বিশ্বকাপের আগে তাঁকে নিয়ে আশায় বুক বাঁধছেন ভারতের সমর্থকরা।