shono
Advertisement

পয়লা বৈশাখেই সোনার দাম ৩২ হাজার, আরও বাড়বে অক্ষয় তৃতীয়ায়

আমেরিকা ও সিরিয়ার মধ্যে অশান্তি! আন্তর্জাতিক বাজারে চড়চড় করে বাড়ছে সোনার দাম... The post পয়লা বৈশাখেই সোনার দাম ৩২ হাজার, আরও বাড়বে অক্ষয় তৃতীয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 12:30 PM Apr 15, 2018Updated: 04:27 PM Dec 04, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে দোকানে যাওয়ার আগে দামটা জেনে রাখুন! রবিবার আমেদাবাদের বাজারে ১০ গ্রাম সোনার দাম ৩২,৩০০ টাকা। পিছিয়ে নেই এ রাজ্যের বাজারও। পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ায় সোনার দাম এতটা কখনই বাড়েনি। মোটামুটি ৩০ হাজার টাকার আশেপাশেই থেকেছে সাম্প্রতিক সময়ে। কিন্তু বর্তমানে আমেরিকা ও সিরিয়ার মধ্যে অশান্তির জন্য আন্তর্জাতিক বাজারে সোনার দাম চড়চড় করে বাড়ছে। যার প্রভাব এসে পড়েছে এ দেশেও।

Advertisement

[ক্ষমতাচ্যুত তোগাড়িয়া, ভিএইচপির নয়া কার্যকরী সভাপতি হলেন বিষ্ণু কোকজে]

আগামী ১৮ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় এই দাম আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর আগে ২০১৬-তে পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ায় ১০ গ্রাম সোনার দাম বেড়ে সর্বোচ্চ হয়েছিল। ১০ গ্রাম সোনার দাম ২৯,৮৬০ টাকার আশেপাশে ছিল। ব্যবসায়ীদের একটি সংগঠনের সচিব হরিশ আচার্য বলছেন, ‘এখন সোনার দাম যা দেখছেন, আগামী ৩-৪ দিনে সেটা আরও বাড়বে। অক্ষয় তৃতীয়ায় সোনার দাম সর্বোচ্চ হবে এবছর। এমনিতেই আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েনে সোনার দাম বাড়ছিল। এখন গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে সিরিয়ায় বিরুদ্ধে অভিযানের ডাক। আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে দামও।’ সোমবার বাজার খুললে দামের ট্রেন্ডটা আরও স্পষ্ট হবে বলে মনে করছেন তিনি।

ব্যবসায়ীরা যদিও মনে করছেন, দাম বাড়লে এবছর সোনা কেনাকাটার প্রবণতা বজায় থাকবে। কারণ, পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে গৃহস্থ বাড়িতে সোনা কেনার চল রয়েছে। গতবছর প্রতি ১০ গ্রাম গয়নার সোনার দাম ছিল ২৮,৮৬১ টাকা। এবছরের গোড়াতে সেই দাম গিয়ে দাঁড়ায় ২৮,৫০০ টাকায়। আমেদাবাদের এক গয়নার দোকানদার বলছেন, ‘এবার দাম বাড়বে বলেই মনে হচ্ছে। সোনার গয়না বা কয়েন কিনে বা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন সাধারণ মানুষ। কারণ, তাঁদের আশা, সোনা কিনে রাখলে পরে ভাল দাম পাওয়া যাবে।’ কেনাকাটা বাড়াতে এই সময় বিভিন্ন গয়নার দোকানে মজুরির উপর ছাড় দেওয়া হচ্ছে। এসবই আরও গ্রাহক টানার লক্ষ্যে।

[টোলপ্লাজায় সশস্ত্রবাহিনীর আধিকারিকদের হয়রান করা চলবে না]

The post পয়লা বৈশাখেই সোনার দাম ৩২ হাজার, আরও বাড়বে অক্ষয় তৃতীয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার