'রুই, কাতলা, ইলিশ তো নয়...উঠল যে জলপরী', বিশালাকার মাছ ধরে রাতারাতি লাখপতি মৎস্যজীবী
বিশালাকার মাছটি দেখেছেন?
Tap to expand
রাতারাতি লাখপতি হলেন দিঘার মৎস্যজীবী। মাছ ধরতে গিয়ে ফিরল ভাগ্য।
Tap to expand
দিঘার আড়তে উঠল বিশাল আকৃতির তেলিয়া ভোলা। জালে ওঠা মাছটি বিক্রি হল লক্ষাধিক টাকায়।
Tap to expand
বিশাকার মাছটির ওজন প্রায় ৩৭ কোজি! প্রতি কোজি সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি হল মাছটি।
Tap to expand
মোট দাম দাঁড়ায় প্রায় ৩ লক্ষ টাকা। তবে এই প্রজাতির মাছের দরের তুলনায় কিছুটা কমেই বিক্রি হয়েছে মাছটি, মত ব্যবসায়ীদের।
Tap to expand
ট্রলার মালিক বিবেক করণ ধরণীর জালে ওঠে এই বিশাল আকৃতির মাছটি। শনিবার সকালে মাছটি বিক্রির জন্য দিঘার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
Tap to expand
বিশালাকার মাছটি দেখতেবাজারে ভিড় জমান পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয়রা। শেষে কলকাতার এক ব্যবসয়ী কিনে নেন তেলিয়া ভোলাটি।
Tap to expand
ট্রলার মালিকের কথায়, "এই মাছ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। শুনেছি, পটকা থেকে লিভারের ওষুধ বানায়। তাই এত দাম।"
Published By: Paramita PaulPosted: 03:37 PM Nov 05, 2022Updated: 03:48 PM Nov 05, 2022