shono
Advertisement

অযোধ্যায় বিশ্বের উচ্চতম রামের মূর্তি গড়তে চলেছে যোগীর সরকার

মূর্তি দিয়ে মন্দির ইস্যু চাপা দেওয়ার চেষ্টা? The post অযোধ্যায় বিশ্বের উচ্চতম রামের মূর্তি গড়তে চলেছে যোগীর সরকার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:56 PM Nov 02, 2018Updated: 08:56 PM Nov 02, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২,৯৮৯ কোটি টাকা টাকা খরচ করে নর্মদার তীরে বিশ্বের উচ্চতম মূর্তির উন্মোচন করে ঐক্যতার সবথেকে বড় বিজ্ঞাপন প্রকাশ করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ এবার রামের মূর্তি নির্মাণের পথে হাঁটছে চলেছে যোগী সরকার৷ রাম মন্দির নির্মাণ ইস্যুতে জাতীয় রাজনীতির জল ঘোলা হলেও অযোধ্যায় বিশ্বের উচ্চতম রাম মূর্তি নির্মাণ হবেই বলে জানিয়েছে উত্তরপ্রদেশের পর্যটন দপ্তর৷

Advertisement

[বিয়ের ছ’মাসের মধ্যেই ডিভোর্সের মামলা করলেন তেজপ্রতাপ]

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, অযোধ্যায় মন্দির নির্মাণকে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকায় মুখ ফেরাচ্ছেন পর্যটকরা৷ ফরে, রাজস্ব ক্ষতির মুখে পড়তে হচ্ছে সরকারকে৷ গত পাঁচ বছরের তুলনায় অযোধ্যায় পর্যটক কম আসায় মার খাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা৷ দীর্ঘদিন ধরে চলতে থাকা লোকসানের পরিমাণ কমাতে সম্প্রতি উদ্যোগ নেয় যোগীর মন্ত্রিসভা৷ পর্যটক টানতে অযোধ্যায় বিশ্বের উচ্চতম রামের মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়৷ পর্যটন দপ্তর সূত্রে জানানো হয়, সরযূ নদীর তীরে গড়ে তোলা হবে ১০০ মিটার উচ্চতার বিশাল রামের মূর্তি৷

[নির্মল হওয়ার দৌড়ে শূন্য পেল মোদির দত্তক নেওয়া গ্রাম]

পর্যটন টানার নামে যোগী সরকারের রামের মূর্তি নির্মাণের সিদ্ধান্তের পেছনে ‘হিন্দু’ ভোট ব্যাংকের অঙ্ক রয়েছে বলে মনে করেছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷ তাঁদের অনুমান, অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েও রাজনৈতিক ও আইনি জটিলতার কারণে তা দিনের আলোর মুখ দেখেনি৷ ফলে, লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির না হোক, অযোধ্যায় রামের মূর্তি নির্মাণ করে বাজার গরম করার কৌশল নিতে শুরু করেছে বিজেপি৷ অন্তত, মূর্তি দেখিয়ে ভোট টানাই এই বিজেপির প্রধান লক্ষ্য বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ৷

[ব্যবসায়িক প্রতিষ্ঠানের আড়ালে আমিরশাহিতে জঙ্গি পাচার করছে কেরলের জেহাদিরা!]

The post অযোধ্যায় বিশ্বের উচ্চতম রামের মূর্তি গড়তে চলেছে যোগীর সরকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement