ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: লোকসভা ভোটের আগে পেশ করা বাজেটে কার্যত আশাহত আমজনতা। শুক্রবার রেড রোডের ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় বাজেট নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। “এটা অন্তর্বর্তী নয়, অন্তিম বাজেট”, খোঁচা তাঁর।
মমতা বলেন, “অমিতদাকে (রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র) জিজ্ঞাসা করলাম এককথায় কী বলা যায়? অশ্বডিম্ব? এটা অন্তর্বর্তী বাজেট নয়, অন্তিম বাজেট। গরিব মানুষের জন্য শুধু যন্ত্রণা। একটা কথা বলেনি। খাদ্য সাবসিডি কমিয়ে ১০ শতাংশ করে দিয়েছে। কৃষকের জন্য কিছু নেই। মহিলা সংরক্ষণের জন্য বলে। আমরা তো ৩৪ শতাংশ করে দিয়েছি কবে।”
[আরও পড়ুন: ঘোষিত রাজ্য বাজেটের দিনক্ষণ, অধিবেশনের আগেই প্রত্যাহার শুভেন্দুর সাসপেনশন]
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন বাজেটে আয়কর, প্রত্যক্ষ বা পরোক্ষ কর – এককথায় কর কাঠামোয় কোনও বদল করা হয়নি। ঘোষণা হয়নি কোনও বড় প্রকল্পেরও। মধ্যবিত্তের ভাঁড়ার কার্যত শূন্য। মাত্র ৫৮ মিনিটের বাজেট পেশের সিংহভাগ সময়ই তিনি ব্যয় করেছেন কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার বিগত পাঁচ বছরে কী কী কাজ করেছে, তার খতিয়ান তুলে ধরতে।
নিজের ভাষণে নির্মলা সবথেকে বেশি ৪২ বার ব্যবহার করেছেন ‘প্রধানমন্ত্রী’ শব্দটি। সরকার ও ট্যাক্স, শব্দদুটি ব্যবহার করেছেন ৪২ বার। তবে বাজেটে কেন চমক দেননি বা কেন বড় কোনও ঘোষণা করেননি সে ব্যাখ্যাও দেন নির্মলা। জুলাই মাসের পূর্ণাঙ্গ বাজেটে যা করতে চায় কেন্দ্রীয় সরকার, তার উল্লেখই অন্তর্বর্তীকালীন বাজেটে করা হয়েছে বলেই দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।