সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনসিপির (NCP) আকাশে শশী দেখা দেবে? না, এখনও পর্যন্ত দল ছাড়ার কথা বলেননি তিরুবন্তপুরমের কংগ্রেস সাংসদ। তবে তাঁর ও কেরলের এনসিপি প্রেসিডেন্ট পিসি চাকোর (PC Chako) কথায় বিরাট জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। চাকো তো কেরল (Kerala) এনসিপিতে শশী থারুরকে (Shashi Tharoor) স্বাগতও জানিয়ে ফেলেছেন। গোটা ঘটনায় অস্বস্তিতে কংগ্রেস (Congress)।
কানপুরে সাংবাদিক সম্মেলনে এনসিপি নেতা চাকো ইঙ্গিতবাহী মন্তব্য করেন। বলেন, “কংগ্রেস প্রত্যাখ্যান করলেও থারুর তিরুবন্তপুরমের সংসদই থাকবেন।” চাকো এই মন্তব্য করেন থারুরের মালাবার সফর নিয়ে দলীয় জল্পনার পর। জল্পনা ছড়িয়েছিল শশীর ব্যক্তিগত সফর পছন্দ হয়নি কেরল কংগ্রেসের শীর্ষ নেতাদের একাংশের। যার পর সোমবার চাকো বলেন, “কংগ্রেস সাংসদ শশী থারুর যদি এনসিপিতে আসেন, আমরা তাঁকে আন্তরিকভাবে গ্রহণ করব। দল কংগ্রেস তাঁকে প্রত্যাখ্যান করলেও শশী থারুর তিরুবনন্তপুরমের সাংসদ থাকবেন। আমি জানি না কেন কংগ্রেস থারুরকে উপেক্ষা করছে।”
[আরও পড়ুন: একসঙ্গে যমজ বোনকে বিয়ে! আইন ভেঙে গ্রেপ্তার মহারাষ্ট্রের যুবক]
যদিও দলের সঙ্গে তাঁর সংঘাত নেই জানিয়ে দিয়েছেন শশী নিজে। বাজারে জল্পনা বাড়ায় কংগ্রেস নেতা এই বিষয়ে মন্তব্য করেন, “আমি কাউকে ভয় পাই না, আমাকে ভয় পাওয়ারও প্রয়োজন নেই।” সরাসরি বলেন, “দলের মধ্যে আলাদা গোষ্ঠী তৈরি করায় বিন্দুমাত্র উৎসাহ নেই আমার।”