shono
Advertisement

আগামী বছর এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন RBI-এর প্রকাশিত তালিকা

দিনগুলি অবশ্যই মনে রাখুন। The post আগামী বছর এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন RBI-এর প্রকাশিত তালিকা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:40 PM Dec 27, 2019Updated: 04:40 PM Dec 27, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন। তারপরই একটা নতুন যুগে পদার্পণ। আগামী বছর জাতীয় ছুটিগুলি রবিবার পড়ল কি না, কিংবা পুজোয় সবমিলিয়ে কতদিনের ছুটি পাওয়া যাবে, সেসব হিসেব এখন থেকেই কষতে শুরু করে দিয়েছেন অনেকে। বছরের মাঝেই টানা কয়েকদিনের ছুটিতে ব্যাগ কাঁধে বেরিয়ে পড়া যাবে কি না, সেটাও ক্যালেন্ডারে চোখ বুলিয়ে দেখে নিচ্ছেন ভ্রমণপ্রেমীরা। তবে এসবের থেকেও অনেকের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাংকের ছুটির খুঁটিনাটি জেনে নেওয়া। আগামী বছর কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে, এ বছরের শেষেই তা জেনে রাখুন। সেই মতোই সমস্ত প্রয়োজনীয় কাজের ছক কষুন।

Advertisement

এক একটি রাজ্যে আবার ব্যাংকের ছুটির দিন এক-একরকম হয়ে থাকে। যদিও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) একটি ছুটির তালিকা প্রকাশ করেছে। যে দিনগুলিতে দেশের সব ব্যাংকই বন্ধ থাকবে। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবস, ১৫ আগস্ট স্বাধীনতা দিবস, ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর মতো জাতীয় ছুটির দিনগুলিতে দেশের সমস্ত ব্যাংকই বন্ধ থাকে। তবে উৎসবকে মাথায় রেখে রাজ্য বিশেষে অন্যান্য ছুটির দিন বদলায়। চলুন দেখে নেওয়া যাক এ বছর কোন কোন দিনে ব্যাংকের কাজকর্ম বন্ধ থাকবে।

[আরও পড়ুন: মাদল বাজিয়ে কোমর দুলিয়ে নাচ, নেটদুনিয়া মশগুল রাহুলের কাণ্ডকারখানায়]

১ জানুয়ারি (বুধবার): নববর্ষ
১৫ জানুয়ারি (বুধবার): দক্ষিণী রাজ্যগুলিতে পোঙ্গল
২৬ জানুয়ারি (রবিবার): সাধারণতন্ত্র দিবস
৩০ জানুয়ারি (বৃহস্পতিবার): বাসন্তী পঞ্চমী
২১ ফেব্রুয়ারি (শুক্রবার): মহা শিবরাত্রি
১০ মার্চ (মঙ্গলবার): হোলি
২৫ মার্চ (বুধবার): উগাদি
২ এপ্রিল (বৃহস্পতিবার): রাম নবমী
৬ এপ্রিল (সোমবার): মহাবীর জয়ন্তী
১০ এপ্রিল (শুক্রবার): গুড ফ্রাইডে
১৪ এপ্রিল (মঙ্গলবার): ডঃ বিআর আম্বেদকর জয়ন্তী
১ মে (শুক্রবার): মে দিবস
৭ মে (বৃহস্পতিবার): বুদ্ধ পূর্ণিমা
৩১ জুলাই (শুক্রবার): ইদ-ই-আদা
৩ আগস্ট (সোমবার): রাখী পূর্ণিমা
১১ আগস্ট (মঙ্গলবার): জন্মাষ্টমী
৩০ আগস্ট (রবিবার): মহরম
২ অক্টোবর (শুক্রবার): গান্ধী জয়ন্তী
২৬ অক্টোবর (সোমবার): বিজয়া দশমী
৩০ অক্টোবর (শুক্রবার): ইদ-ই-মিলাদ
১৪ নভেম্বর (শনিবার): দিওয়ালি
১৬ নভেম্বর (সোমবার): ভাই ফোঁটা
৩০ নভেম্বর (সোমবার): গুরু নানক জয়ন্তী
২৫ ডিসেম্বর (শুক্রবার): বড়দিন

[আরও পড়ুন: ‘সব ভারতীয়কে হিন্দু বলা ঠিক নয়’, ভাগবতকে পালটা কেন্দ্রীয় মন্ত্রীর!]

The post আগামী বছর এই দিনগুলিতে বন্ধ থাকবে ব্যাংক, দেখে নিন RBI-এর প্রকাশিত তালিকা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement