shono
Advertisement

কেন সলমনের থেকে কম পারিশ্রমিক? প্রিয়াঙ্কার সিদ্ধান্তে তোলপাড় বলিপাড়া

প্রিয়াঙ্কার বলিষ্ঠ সিদ্ধান্তের তারিফ বলিপাড়ায়, কিন্তু করলেনটা কী 'দেশি গার্ল'? The post কেন সলমনের থেকে কম পারিশ্রমিক? প্রিয়াঙ্কার সিদ্ধান্তে তোলপাড় বলিপাড়া appeared first on Sangbad Pratidin.
Posted: 05:57 PM Jul 19, 2017Updated: 12:27 PM Jul 19, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিতর্কের শেষ নেই এ বছরের ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অ্যাওয়ার্ড-কে ঘিরে। কখনও আইফার মঞ্চে তারকাদের অনুপস্থিতি, কখনও বা সঞ্চালকের বিতর্কিত মন্তব্য, সব মিলিয়ে এ বছরের আইফা ছিল ঘটনাবহুল। যেখানে এ বছরের থিম ছিল নারীশক্তি, সেখানেই স্বজনপোষণ নিয়ে কঙ্গনাকে কটাক্ষ করেছেন অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর ও বরুণ ধাওয়ান। এর ফলে নিন্দার মুখে পড়তে হয় এই দুই সঞ্চালককে। রোষের মুখে পড়ে সোশ্যাল সাইটে ক্ষমা চান বরুণ ও করণ। তবে এখানেই শেষ নয়,  এবার অভিনেতার তুলনায় অভিনেত্রীদের কম পারিশ্রমিক দেওয়ার অভিযোগও উঠল অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে।

Advertisement

[স্বজনপোষণ নিয়ে কঙ্গনাকে কটাক্ষ, শেষমেশ ক্ষমাপ্রার্থী করণ-বরুণ]

আইফা অ্যাওয়ার্ডের জন্য গোটা বলিউড প্রায় হাজির হয়েছিল নিউ ইয়র্কে। অথচ নিউ ইয়র্কের স্থায়ী বাসিন্দা প্রিয়াঙ্কা চোপড়া ঠিক সে সময়ই ফিরে আসেন দেশে। টাইমস স্কোয়ারে বিজ্ঞাপনে অবশ্য জ্বলজ্বলে উপস্থিতি ছিল তাঁর। তা দেখে গর্বিত বোধ করেন তাঁর বি-টাউনের বন্ধুরা। অনেকে টুইটে জানান, টাইমস স্কোয়ারে প্রিয়াঙ্কার ছবি দেখে কতটা আপ্লুত তাঁরা। প্রিয়াঙ্কার সাফল্যে গর্বিত হওয়ার কথা গোপন করেননি। অথচ তাঁর ঘরের পাশে আইফার মঞ্চেই তিনি একবারের জন্যও গেলেন না। কেন প্রিয়াঙ্কার এহেন সিদ্ধান্ত,  প্রথম থেকেই এ প্রশ্ন ঘুরছিল তাঁর ফ্যানদের মনে। যদিও দেশি গার্ল জানান, জন্মদিনটা পরিবারের সঙ্গে কাটাতে ও তাঁর মারাঠি ছবির প্রচারেই দেশে চলে আসতে হয় তাঁকে। কিন্তু কিছুতেই যেন মেনে নেওয়া যাচ্ছিল না অনুপস্থিতির জন্য দেওয়া প্রিয়াঙ্কার এই সাফাই। অবশেষে জানা গেল সঠিক কারণটি। বলিঅন্দরের খবর, কম পারিশ্রমিকের জেরেই আইফায় অংশগ্রহণ করলেন না অভিনেত্রী।

[ট্রেলারেই চমকে দিলেন ‘হাসিনা’ শ্রদ্ধা]

অস্কারের মঞ্চে অভিনেত্রীদের কম পারিশ্রমিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন হলিউডের অভিনেত্রীরা। বি-টাউনের অভিনেত্রীরাও বিভিন্ন সাক্ষাৎকারে প্রশ্ন তুলেছেন, কেন তাঁদের তুলনায় অভিনেতাদের পারিশ্রমিক কয়েকগুণ বেশি?  কেন এই বৈষম্য? এবার সেই বিতর্কের আঁচ পেল আইফার মঞ্চও।শোনা যাচ্ছে গত জানুয়ারি মাসেই আইফা সঞ্চালনা করার প্রস্তাব আসে প্রিয়াঙ্কা চোপড়ার কাছে। শুধু সঞ্চালনা  নয়, পারফরমেন্সেরও প্রস্তাব নিয়েও আসেন আইফার আয়োজকরা। কিন্তু কাজের পরিবর্তে যে পারিশ্রমিক চান প্রিয়াঙ্কা, তা দিতে রাজি হননি তাঁরা। অন্যদিকে শুধুমাত্র একটা পারফরমেন্সের জন্য প্রিয়াঙ্কার তুলনায় অনেক বেশি পারিশ্রমিক অফার করা হয় সলমন খানকে। সূত্রের খবর, ঠিক এই কারণেই আইফায় যোগদান করেননি প্রিয়াঙ্কা। আপাতত হলিউডে দু’টি ছবির শুটিং করছেন তিনি, সঙ্গে রয়েছে কোয়ান্টিকো। তবে শুধু হলিউডই নয়, মুম্বইতেও নতুন ছবি করার কথা চলছে, পাশাপাশি আঞ্চলিক ছবি প্রযোজনাও করছেন। ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা যে এই মুহূর্তে জীবনের অন্যতম ভাল ও সফল সময় কাটাচ্ছেন তা বলাই বাহুল্য।আর তাই অন্য অভিনেতার সুপারস্টারডমের কাছে কোনওভাবেই নিজেকে খাটো করতে চাননি তিনি। প্রিয়াঙ্কার এই বলিষ্ঠ সিদ্ধান্ত চাউর হতেই তোলপাড় বলিপাড়া। অনেকেই বলছেন, তথাকথিত নারী জাগরণের থিমের মঞ্চেই যখন নারীকে অবহেলা করা হচ্ছে, তখন তা বয়কট করে সঠিক কাজই করেছেন অভিনেত্রী। তাঁর এই সিদ্ধান্ত ভবিষ্যতে বহু নায়িকাকে নিজের মর্যাদা ধরে রাখতে সাহস জোগাবে বলেই অভিমত অনেকের।

The post কেন সলমনের থেকে কম পারিশ্রমিক? প্রিয়াঙ্কার সিদ্ধান্তে তোলপাড় বলিপাড়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement