সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই জানা যাবে লোকসভা ভোটের ফলাফল। বুথফেরত সমীক্ষা বলছে, তৃতীয়বার গেরুয়া ঝড়ে উড়ে যাবে ইন্ডিয়া। বাস্তবে সেই ঝড়ের আগেই টলমল মহারাষ্ট্রের (Maharashtra) বিরোধী শিবির। বড় দাবি করলেন এনডিএ শিবিরের নির্দল বিধায়ক রবি রানা। তাঁর বক্তব্য, ২০ জুনের মধ্যে এনডিএ শিবিরে ফিরে আসবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। উল্লেখ্য, এই নির্দল বিধায়কের স্ত্রী নবনীত রানা এবার অমরাবতী আসন থেকে বিজেপির (BJP) প্রার্থী হয়েছেন।
এদিন এনডিএ শিবিরের নির্দল বিধায়ক দাবি করলেন, ভোটের ফল সামনে এলেই ফাটল ধরবে 'মহাবিকাশ আঘাড়ি’ জোটে। সোমবার রবি বলেন, "আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি নরেন্দ্র মোদিজি ফের প্রধানমন্ত্রী হওয়ার ১৫ দিন পরেই তাঁর পাশে দেখা যাবে উদ্ধব ঠাকরেকে।" আরও বলেন, "উদ্ধব ঠাকরে জানেন আগামী সময়টা মোদিজিরই। নরেন্দ্র মোদিজিই বালাসাহেব ঠাকরের চিন্তা-ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিরোধী এমভিএ নেতাদের সঙ্গে রক্তচাপের ওষুধ এবং ডাক্তারদের রাখা উচিত। তাদের অনেকেই ৪ জুন অসুস্থ হয়ে পড়বেন।"
[আরও পড়ুন: স্বাধীনতার ৭ দশক পর গণতন্ত্রের অংশ! এই প্রথম ভোট দিল নিকোবরের শম্পেনরা]
যদিও রবি রানার এই দাবি মানতে চাননি উদ্ধবের কাছের লোক হিসেবে পরিচিত শিব সেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, "উদ্ধব ঠাকরে ২৫ বছর ধরে শিবসেনার নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচনের পর তিনিই দলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। রবি রানার মতো ব্যক্তির উদ্ধব ঠাকরেকে নিয়ে কথা বলার কোনও অধিকার নেই।" ভোটের ফল অবশ্য অনেক সিদ্ধান্তই বদলে দিতে পারে। আশঙ্কা বাড়াচ্ছে বুথফেরত সমীক্ষা। ৪৮ লোকসভা আসনের মহারাষ্ট্রে এনডিএকে সকলেই ২৬টির কম আসন দেয়নি। বাস্তবে তেমনটা ঘটলে কি সত্যিই এনডিএতে যোগ দেবেন উদ্ধব? উত্তর দেবে সময়।