সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাণ্ড দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের। খোদ মুম্বই (Mumbai) শহরের ঘটনা। নিয়ম ও নিরাপত্তার তোয়াক্কা না করে ৭ জন শিশুকে চাপিয়ে স্কুটি চালাতে দেখা গেল এক চালককে। একই রাস্তায় পাশাপাশি চলা গাড়ি থেকে এই দৃশ্য ভিডিও রেকর্ড করেন এক ব্যক্তি। ভিডিওটি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়। নিন্দায় সরব হন অসংখ্য মানুষ। এর পরে নড়চড়ে বসে পুলিশ। ব্যবস্থা নেওয়া হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে।
বিপজ্জনক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করেছেন সোহেল কুরেশি নামের এক যুবক। তিনি ক্যাপশানে লেখেন, “এই দায়িত্বজ্ঞানহীন পাগল এক স্কুটিতে সাত শিশুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সাত শিশুর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলায় অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এই ব্যক্তিকে। এমনকী এই শিশুদের অভিভাবকদেরও বিচার হওয়া উচিত।” ভিডিও দেখে সোহেলের সঙ্গে একমত হন অধিকাংশ নেটিজেন। তাঁরাও ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান, মুম্বই পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।