shono
Advertisement

‘ইন্টেরিয়র ক্যাফে নাইট’- ফেলে আসা এক জীবনের কাহিনী

নাসির-শেরনাজের সঙ্গে শ্বেতার এই দ্বিতীয় ইনিংসের কাহিনী না দেখলে মিস করবেন৷ The post ‘ইন্টেরিয়র ক্যাফে নাইট’- ফেলে আসা এক জীবনের কাহিনী appeared first on Sangbad Pratidin.
Posted: 01:15 AM Jul 20, 2016Updated: 05:23 PM Jun 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এও এক ‘প্রাক্তন’-এর কাহিনী৷ ফেলে আসা জীবনের কাহিনী৷ অতীত ভুলে এগিয়ে যাওয়ার কাহিনী৷ কল্পনা থেকে বাস্তব হয়ে ওঠার এই কাহিনী শ্বেতা বসু প্রসাদের৷

Advertisement

শ্বেতা বসু প্রসাদ৷ নামটা মনে আছে তো? কয়েকদিন আগেও খবরের শিরোনামে ছিল বলিউডের এই প্রাক্তন শিশু অভিনেত্রীর নাম৷ কারণটা যদিও খুব একটা সুখকর ছিল না৷ মধুচক্রে নাম জড়িয়ে জেল খাটতে হয়েছিল শ্বেতাকে৷ কিন্তু, সেসব এখন অতীত৷ স্মৃতির সেই অন্ধকারে না হারিয়ে ফের পর্দায় স্বমহিমায় জাতীয় পুরষ্কারপ্রাপ্ত এই অভিনেত্রী৷ ছবি স্বল্প দৈর্ঘের হলেও তাঁর সহ-অভিনেতার নামগুলো বেশ বড়৷ নাসিরুদ্দিন শাহ, শেরনাজ প্যাটেল, নবীন কস্তুরিয়া অভিনীত এই ‘ইন্টেরিয়র ক্যাফে নাইট’ বলে জীবনের দ্বিতীয় সুযোগের কথাই৷

ফেলে আসা দিনগুলো ফিরে পাওয়ার আশা কার না থাকে! তবে, অতীত ফিরে পাওয়ার সুযোগ কয়েকজনের ভাগ্যেই জোটে! সেটা ভাল করে জানেন শ্বেতা৷ তাই বড় পর্দা নয়, ইন্টারনেটকে বেছে নিয়েছেন বলিউডের গভীরতা মাপার জন্য৷ নাসিরুদ্দিন, শেরনাজদের মতো দক্ষ অভিনেতাদের পাশে আলাদা নজরও কেড়েছেন৷

The post ‘ইন্টেরিয়র ক্যাফে নাইট’- ফেলে আসা এক জীবনের কাহিনী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement