shono
Advertisement

‘এই সাফল্য বিশেষ’, অসম লড়াইয়ে সুবিচার পেয়ে আপ্লুত কাঠুয়ার কাণ্ডের আইনজীবীর

আইনি লড়াই থেকে সরে আসার প্রবল চাপ ছিল, বলছেন দীপিকা সিং রাজওয়াত৷ The post ‘এই সাফল্য বিশেষ’, অসম লড়াইয়ে সুবিচার পেয়ে আপ্লুত কাঠুয়ার কাণ্ডের আইনজীবীর appeared first on Sangbad Pratidin.
Posted: 06:42 PM Jun 11, 2019Updated: 01:44 PM Jun 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ মাসের এক অসম লড়াই৷ ভাগ্যিস দাঁতে দাঁত চেপে লড়াইয়ের মাটি কামড়ে পড়েছিলেন৷ তাই আজ সাফল্যের স্বাদ এত মধুর৷ কাঠুয়ার শিশুধর্ষণ ও খুনের ঘটনায় দোষী ৬ জনের মধ্যে ৩ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে৷ আর এটাই আইনজীবী দীপিকা সিং রাজওয়াতের সাফল্য৷ সাজা পাইয়ে দেওয়ার নেপথ্যে যে এনার অবদানই সবচেয়ে বেশি৷

Advertisement

[আরও পড়ুন: কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ২ জঙ্গি]

২০১৮ সালের জানুয়ারিতে জম্মুর কাঠুয়ায় ৮ বছরের মেয়েকে গণধর্ষণের পর খুন করা হয়৷ ঘটনা জানাজানি হতেই দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে৷ সংখ্যালঘু পরিবারের বাচ্চার এমন এক মর্মান্তিক পরিণতিতে ঘটনায় অন্য রং লাগতেও খুব একটা সময় লাগেনি৷ নেটদুনিয়ায় এর সুবিচারের দাবিতে তৈরি হয় একাধিক পেজ৷ এসব দেখে আর ঘরে বসে থাকতে পারেননি পেশায় আইনজীবী তরুণী দীপিকা সিং রাজওয়াত৷ তাঁর কথায়, ‘এমন ঘটনার কথা শুনেও যদি চুপ করে বসে থাকতাম, তাহলে নিজের পেশার কাছে, বিবেকের কাছে কী জবাব দিতাম?’ দীপিকা তাই স্বতঃপ্রণোদিত হয়ে কাঠুয়া কাণ্ডের মামলা নিজের হাতে নিয়েছিলেন৷

এক কন্যার মৃত্যুর সুবিচার চেয়ে আরেক মহিলার হস্তক্ষেপ, আইনি লড়াইয়ের পথে হাঁটা৷ স্বভাবতই খুব সহজভাবে গৃহীত হয়নি বিষয়টি৷ পদে পদে বিরোধিতা আর প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে তরুণী আইনজীবীকে৷ দীপিকা জানাচ্ছেন, স্থানীয় প্রভাবশালীরা বিভিন্নভাবে কুকীর্তির প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন৷ সেইসঙ্গে আইনি লড়াই থেকে পিছিয়ে আসার জন্য গরিব পরিবারটির উপর তৈরি হয়েছিল প্রবল সামাজিক চাপ৷ তবে তিনি সাহস হারাননি, পিছুও হঠেননি৷ নিজের মতো করে প্রতিরোধ গড়ে, সংবিধান হাতে নিয়ে চালিয়ে গিয়েছেন আইনের যুদ্ধ৷ কারণ, তাঁর অগাধ ভরসা ছিল ভারতীয় বিচারব্যবস্থার উপর৷ আত্মবিশ্বাস ছিল, ঠিক পথেই এগোচ্ছেন তিনি৷ এমনকী ওই সংখ্যালঘু পরিবারের পাশে দাঁড়ানোয় ‘দেশদ্রোহী’ তকমাও জুটেছে দীপিকা সিং রাজওয়াতের৷

[আরও পড়ুন: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বায়ু, হাই অ্যালার্ট জারি কেন্দ্রের]

সোমবার সেই দীর্ঘ সংগ্রামী লড়াই সাফল্যের মুখ দেখল৷ হাজার প্রতিকূলতা, অপমানকে পাশ কাটিয়ে নিজের পথে হেঁটে দীপিকা কাঠুয়ার নাবালিকাকে সুবিচার পাইয়ে দিলেন৷ তাঁর হাত ধরেই দোষীরা যথাযথ শাস্তি পেল৷ আর এই সাফল্য তাই দীপিকার কাছে এক বিশেষ ব্যাপার৷ এতদিনে তিনি নিজেকে সবচেয়ে বেশি সফল মনে করছেন৷ এই সাফল্যের কৃতিত্ব অবশ্য তিনি একাই নেননি৷ তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদেরও শামিল করেছেন এই সাফল্যের কাণ্ডারী হিসেবে৷

The post ‘এই সাফল্য বিশেষ’, অসম লড়াইয়ে সুবিচার পেয়ে আপ্লুত কাঠুয়ার কাণ্ডের আইনজীবীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement