সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে সরব গোটা দেশ। বৃষ্টিস্নাত কলকাতায় মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক। এমন পরিস্থিতিতেই সোশাল মিডিয়ায় অরিজিৎ সিংয়ের (Arijit Singh) এক ফ্যান পেজ থেকে পোস্ট করা হল একটি গান। 'আর কবে?' শীর্ষক এই গানে রয়েছে তিলোত্তমার বলিদান বিফলে না যাওয়ার প্রার্থনা।
'উই আর অরিজিতিয়ানস' ফেসবুক ফেজ থেকে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে অরিজিতের ছবি রয়েছে। আর নেপথ্যে শোনা যাচ্ছে গান। যেখানে কণ্ঠের শক্তি, চিত্তের স্বাধীনতার কথা বলা হয়েছে। গানের মাঝের কথা এইরকম,
"...এ ব্যাথা আমার, নয় শুধু একার
বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার
লুটিয়েছে প্রাণ তাই ধরেছি গান
করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান..."
[আরও পড়ুন: ‘এমার্জেন্সি’র মুক্তির আগে কঙ্গনার মাথা কাটার হুমকি! পুলিশের দ্বারস্থ নায়িকা]
মঙ্গলবারের এই ভিডিওটি নতুন না পুরনো। তা কি আদৌ আর জি করের ঘটনার প্রেক্ষিতে? তা জানা সম্ভব হয়নি। তবে এর আগে জল্পনা ছিল অরিজিৎ আর জি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামতে পারেন। একটি ভিডিও-ও ভাইরাল হয়। তাতে শিল্পীকে বলতে শোনা যায়, ‘ফেসবুকে আপডেট করলে হবে না কিন্তু কাকা। হ্যাঁ। ফেসবুক, টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? (উত্তরে সবাই, সবাই” শুনে) থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোজ আর আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইট। প্রচুর সহযোগিতা চাই আপনাদের। আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম। অ্যান্টি-রেপ। থ্যাঙ্ক ইউ সো মাচ।’
যদিও 'উই আর অরিজিতিয়ানস' নামেরই ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে মঙ্গলবার অরিজিতের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে গায়ককে বলতে শোনা যাচ্ছে, "(রাস্তায়) নেমে গেলেই তো আর হল না। সবাই নামছে তো। আছি আমরা সবাই। নেমে বিশৃঙ্খলা না হয়ে যায়। হিতে বিপরীত হয়ে গেলে তো হবে না। কেউ একটা যদি ভাবে সুযোগ নেবে, সুযোগ নিতেই পারে। যাঁরা তোমাদেরকে রাগাচ্ছে তোমরা রেগে যেও না। ওরাও কোথাও একটা দুঃখ পেয়ে বলছে। অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। ১০-১৫ বছর আগে হলে ভাবতে হত না। তোমাদের মতো স্বাধীনতা আমার নেই। আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না। যে রকমভাবে তোমরা বিচরণ কর, রাস্তায় আমি তো পারি না। এই দ্যাখো ভিডিওতে কেসরিয়া কেসরিয়া... সব সময় কেসরিয়া হয় না...আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড়ই বেশি হবে।" সোমবার রাতে নাকি সোশাল মিডিয়ায় এও বলেছেন 'যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ।' তাঁর বক্তব্য, 'একজন নেতাজি, একজন স্বামী বিবেকানন্দকে দরকার, নেতৃত্ব দেওয়ার জন্য।'