shono
Advertisement

‘যেতামই না’, ভিসা বিতর্কে ভারতে সিরিজ বয়কট করার কথা ভাবছিলেন স্টোকস

পাক বংশোদ্ভূত স্পিনারকে ভিসা না দেওয়ায় ক্ষুব্ধ গোটা ইংল্যান্ড দল।
Posted: 11:35 AM Jan 25, 2024Updated: 11:35 AM Jan 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পিনারকে ভিসা না দেওয়া হলে ভারতে খেলতেই আসবে না গোটা দল! এমনটাই ভেবেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। উল্লেখ্য, পাক বংশোদ্ভূত ব্রিটিশ স্পিনার শোয়েব বশিরকে ভিসা না দেওয়া নিয়ে তুঙ্গে উঠেছিল বিতর্ক। পরে অবশ্য শেষ মুহূর্তে ভিসা পেয়েছেন তরুণ স্পিনার। কিন্তু গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বলেই জানান ইংল্যান্ড অধিনায়ক। সাফ জানিয়ে দেন, খেলতে আসবেন না বলেই ভেবেছিল তাঁর গোটা দল।

Advertisement

ইংল্যান্ডের ২০ বছর বয়সি স্পিনারকে নিয়ে কম চর্চা হয়নি। ভারতে ঢোকার ভিসা না পাওয়ায় আমিরশাহিতে আটকে ছিলেন তিনি। পরে দেশে ফিরে যান। বশিরকে ভারতের ভিসা না দেওয়ার ফলে ব্রিটিশ সংবাদমাধ্যম কড়া ভাষায় ভারতের সমালোচনা করে। প্রথম টেস্ট ম্যাচ (India vs England) বয়কট করুন বেন স্টোকসরা, এমন কথাও লেখা হয় বিলেতের সংবাদমাধ্যমে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দপ্তরও এই ঘটনায় নড়েচড়ে বসে। সুনাক প্রশাসনের মুখপাত্র দ্য গার্ডিয়ানের কাছে এবিষয়ে মন্তব্যও করেন। তার পরে তড়িঘড়ি ভিসা দেওয়া হয় বশিরকে। যদিও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রথম টেস্টে নামতে পারবেন না তিনি। সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে হয়তো মাঠে দেখা যেতে পারে ২০ বছর বয়সি স্পিনারকে।

[আরও পড়ুন: অবসর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ‘প্রত্যাবর্তন’, কী বলছেন মেরি কম?]

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। সাফ জানান, “আমরা যখন আবু ধাবিতে ছিলাম তখনই জানতে পারি বশিরকে ভিসা দেওয়া হয়নি। সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, ওকে ছাড়া আমরা কেউ ভারতে পা রাখব না। একেবারে আবেগের বশেই অবশ্য এমনটা মনে হয়েছিল। পরে বুঝেছি, আরও পরিণতভাবে এই বিষয়টার মোকাবিলা করতে হবে। তবে ব্যাশকে যা অভিজ্ঞতার সম্মুখীন হতে হল, সেটা ভেবেই আমার খুব হতাশ লাগছে।” ইংরেজ অধিনায়কের আশা, চলতি সপ্তাহের শেষ দিকেই ভারতে এসে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বশির। তবে ভিসা সমস্যায় গোটা ইংল্যান্ড দল যে খুব বিরক্ত, সেকথাও বারবার মনে করিয়ে দিয়েছেন স্টোকস।

[আরও পড়ুন: মমতা-কেজরির পর বেসুরো নীতীশ, মুখে মোদি-নাম, অন্ধকারে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement