shono
Advertisement

Breaking News

উত্তরপ্রদেশে তিনটি মাংসের দোকানে আগুন ধরাল দুষ্কৃতীরা

মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথ শপথ নেওয়ার পর থেকেই উত্তপ্ত উত্তরপ্রদেশ... The post উত্তরপ্রদেশে তিনটি মাংসের দোকানে আগুন ধরাল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:18 AM Mar 22, 2017Updated: 04:33 PM Dec 31, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী পদে যোগী আদিত্যনাথ শপথ নেওয়ায় পর থেকেই উত্তপ্ত উত্তরপ্রদেশ৷ মঙ্গলবার রাতে হাথরায় তিনটি মাংসের দোকানে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা, খবর সংবাদ সংস্থা সূত্রে৷ পুলিশ অবশ্য জানিয়েছে, এই দুষ্কর্মের পিছনে রয়েছে সমাজবিরোধীদের হাত৷

Advertisement

এই ঘটনার পর এলাকায় প্রতিবাদ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷ যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী পদে বসার মাত্র ৪৮ ঘন্টার মধ্যে এই ঘটনা উত্তরপ্রদেশের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে৷ নয়া মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের কসাইখানাগুলি বন্ধ করার তোড়জোড় শুরু করেছেন৷ তবে প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শুধুমাত্র বেআইনি কসাইখানাগুলিই বন্ধ করা হবে৷ গত সোমবার দু’টি কসাইখানা বন্ধ করে দেয় পুলিশ৷ পুলিশের দাবি, ওই দুই কসাইখানা চালানোর জন্য মালিকের কাছে প্রয়োজনীয় অনুমতি ছিল না৷

এর পাশাপাশি, রাজ্যে অবৈধভাবে পশু পাচারের বিরুদ্ধেও অতিরিক্ত তৎপরতা দেখাতে শুরু করেছে পুলিশ৷ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, আলিগড় থেকে অবৈধ কসাইখানা চালানো ও বেআইনি পশু পাচারের অভিযোগের মোট ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ উদ্ধার করা হয়েছে ৬০টি গবাদি পশু৷ সূত্রের খবর, গরু পাচার বন্ধ করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে৷ অন্যদিকে, আজ বিকেলেই উত্তরপ্রদেশ সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে৷

The post উত্তরপ্রদেশে তিনটি মাংসের দোকানে আগুন ধরাল দুষ্কৃতীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement