shono
Advertisement

গলসিতে জাতীয় সড়কে দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে অকালেই প্রাণহানি ৩ মহিলার

গাড়িটি বেপরোয়া বেগে চালানোর ফলে এহেন দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি স্থানীয়দের।
Posted: 01:22 PM Jul 29, 2021Updated: 01:30 PM Jul 29, 2021

সৌরভ মাজি, বর্ধমান: ফের জাতীয় সড়কে দুর্ঘটনা (Road Accident)। অকালেই প্রাণ গেল তিন মহিলার। এবার ঘটনাস্থল বর্ধমানের গলসি। একই এলাকার তিন বাসিন্দার মৃত্যুর ঘটনায় নেমেছে শোকের ছায়া।

Advertisement

বৃহস্পতিবার সকালে গলসি (Galsi) থেকে জাতীয় সড়ক ধরে হেঁটে গলিগ্রামে কাজে যাচ্ছিলেন চার মহিলা শ্রমিক। তিন বটতলার কাছে একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় মহিলারা পড়েছিলেন। ঘটনাস্থল ছেড়ে চলে যায় ঘাতক গাড়ির চালক। স্থানীয়রাই তাঁদের পড়ে থাকতে দেন। গলসি থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার মহিলাকেই উদ্ধার করে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। চিকিৎসকরা জানান, তিন মহিলার মৃত্যু হয়েছে। চিকিৎসক তাঁদের মধ্যে তিনজনকে মৃত বলে জানান। মৃত শ্রমিকেরা হলেন বছর আঠাশের শিউলি লোহার, চব্বিশ বছর বয়সি জবা বাগ এবং বছর পঞ্চাশের গায়ত্রী বাগ। গুরুতর আহত হয়েছেন বছর পঁয়ত্রিশের রুমা লোহার। তাঁর ওই হাসপাতালেই চিকিৎসা চলছে।

[আরও পড়ুন: রাজ্যে ফের বাড়ল Covid বিধিনিষেধের মেয়াদ, কোথায় কোথায় মিলবে ছাড়?]

গাড়িটি বেপরোয়া বেগে চালানোর ফলে এহেন দুর্ঘটনা ঘটেছে বলেই দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার সাতসকালের দুর্ঘটনায় একসঙ্গে তিন মহিলার মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। চোখের জল বাঁধ মানছে না প্রতিবেশী, পরিজনদের।  ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি জারি রয়েছে।

[আরও পড়ুন: বিজেপি যুব মোর্চায় কোন্দল, রাজ্য সম্পাদক পদে নেত্রীর নিয়োগ নিয়ে বিতর্কে সৌমিত্র খাঁ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার