shono
Advertisement

বাঘের সংখ্যা বাড়লেও কমছে বাসস্থান, বিশ্ব ব্যঘ্র দিবসে আনন্দের চেয়ে উদ্বেগে বন্যপ্রাণপ্রেমীরা

ভারত বাঘের জন্য সবচেয়ে সুরক্ষিত জায়গা, বিশ্ব ব্যঘ্র দিবসে বললেন মোদি৷ The post বাঘের সংখ্যা বাড়লেও কমছে বাসস্থান, বিশ্ব ব্যঘ্র দিবসে আনন্দের চেয়ে উদ্বেগে বন্যপ্রাণপ্রেমীরা appeared first on Sangbad Pratidin.
Posted: 03:12 PM Jul 29, 2019Updated: 03:45 PM Jul 29, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঘের বাসস্থান হিসেবে ভারত পৃথিবীর অন্যতম বড় সুরক্ষিত দেশ৷ সোমবার, বিশ্ব ব্যঘ্র দিবসে একেবারে তথ্য-পরিসংখ্যান তুলে ধরে এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পরিসংখ্যান অনুযায়ী, এদেশে বাঘের সংখ্যা ক্রমবর্ধমান৷ যা এই মুহূর্তে প্রায় ৩ হাজারের কাছাকাছি৷ আর এখানেই বন্যপ্রাণ বিশেষজ্ঞদের আশঙ্কা, খুব বেশি সংখ্যায় বাড়তে থাকলে বাসস্থান এবং সামগ্রিক পরিবেশে ভালভাবে বেঁচে থাকতে সমস্যার সম্মুখীন হবে ব্যঘ্রকুল৷

Advertisement

[আরও পড়ুন: ট্রাকচালককে উলটো ঝুলিয়ে মার, গ্রেপ্তার শিব সেনা নেতা-সহ ২]

সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় বনাঞ্চল কমছে৷ নষ্ট হচ্ছে বন্যপ্রাণের আদর্শ পরিবেশ৷ তার উপর চোরাশিকারের সমস্যাও উত্তরোত্তর বাড়ছে৷ বিপন্ন হয়ে বন্যপ্রাণীরা জঙ্গল ছেড়ে চলে আসছে লোকালয়ের দিকে৷ আর সেখানে আতঙ্কের জেরে তাদের পিটিয়ে মারার অভিযোগ উঠছে সাধারণ নাগরিকের বিরুদ্ধে৷ লালগড়ের বাঘঘড়া জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার, মহারাষ্ট্রের অবনি এবং সবচেয়ে সম্প্রতি উত্তরপ্রদেশের পিলভিটে বাঘিনী পিটিয়ে হত্যার ঘটনা উদ্বেগ আরও বাড়াচ্ছে বন্যপ্রাণপ্রেমীদের৷ এমনই যখন পরিস্থিতি, তখনই বিশ্ব ব্যঘ্র দিবসে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানালেন, ‘আমি মনে করি, এখানে উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ হাত ধরাধরি করেই চলছে৷ এর মধ্যে একটা স্বাস্থ্যকর সামঞ্জস্য আছে৷ অর্থনৈতিক পরিস্থিতি পালটানোর সঙ্গে সঙ্গে সংরক্ষণ নীতিতেও বদল আনা দরকার৷’

২০০৬,২০১০ এবং ২০১৪ সালে, চার ভাগে ভাগ হয়ে ব্যঘ্রসুমারি চালানো হয়েছিল গোটা দেশজুড়ে৷ তাতেই দেখা গিয়েছে, ২০১৪ থেকে ২০১৮-এই চার বছরে বাঘের সংখ্যা বেড়েছে অন্তত ৩৮ শতাংশ৷ ২০১৮ সালে দেরাদুনের বন্যপ্রাণ গবেষণা কেন্দ্র একেবারে প্রযুক্তির সাহায্য নিয়ে সুমারির কাজ করেছেন৷ বিভিন্ন ব্যঘ্র সংরক্ষণ বনাঞ্চলগুলিতে ট্র্যাপ ক্যামেরা বসিয়ে গোনা হয়েছে বাঘের সংখ্যা৷ তাতেই দেখা গিয়েছে, বেড়েছে বাঘের সংখ্যা৷ শুধুমাত্র সুন্দরবনে ২০১৪ সালে বাঘের সংখ্যা ছিল ৭৬, ২০১৮এ যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৷ এনিয়ে প্রধানমন্ত্রী মোদি বলছেন, ‘ভারতই বাঘের সবচেয়ে বড় এবং সুরক্ষিত বাসস্থান৷’

[আরও পড়ুন: লখনউয়ের মসজিদে জেহাদের পাঠ, জমি-বাড়ি বেঁচে অস্ত্র কেনার ডাক মুসলিমদের]   

তবে বাঘের এই সংখ্যাবৃদ্ধিতে কিছুটা আশঙ্কায় বন্যপ্রাণ সংরক্ষকদের একাংশ৷ তাঁদের চিন্তা, যে হারে বাঘের সংখ্যা বাড়ছে, অথচ সেই তুলনায় বনাঞ্চল অর্থাৎ থাকার জায়গার বিস্তার তো নেইই, বরং তা সংকুলান হচ্ছে৷ এই পরিস্থিতিতে বাঘের মতো একক প্রাণীর বেঁচে থাকা খুব একটা সুখকর নাও হতে পারে বলে তাঁদের আশঙ্কা৷ বিশ্ব ব্যঘ্র দিবসে এনিয়েই জনগণকে বার্তা দিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়৷ একটি ভিডিও বার্তায় তাঁর জঙ্গলপ্রেম, ব্যঘ্রপ্রেমের কথা প্রকাশ করে জানিয়েছেন, কঠিন সময় বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীদের বাঁচাতে সচেতন হতে হবে জনগণকে৷

The post বাঘের সংখ্যা বাড়লেও কমছে বাসস্থান, বিশ্ব ব্যঘ্র দিবসে আনন্দের চেয়ে উদ্বেগে বন্যপ্রাণপ্রেমীরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement