shono
Advertisement

সাতসকালে ফের সুন্দরবনে দেখা মিলল দক্ষিণরায়ের, ক্যামেরাবন্দি করতে হুড়োহুড়ি পর্যটকদের

কিছুক্ষণ ঘোরাফেরার পর ডেরায় ফিরে গিয়েছে বাঘটি।
Posted: 10:30 AM Jan 12, 2021Updated: 10:44 AM Jan 12, 2021

দেবব্রত মণ্ডল, বারুইপুর: দিন দশেকের মধ্যে সুন্দরবনে ফের দেখা মিলল বাঘের। মঙ্গলবার সকালে জঙ্গল ছেড়ে বেরিয়ে ঘোরাফেরা করল নদীতে। তারপর ফিরে গেল নিজের ডেরায়। রীতিমতো চোখভরে হলুদ ডোরাকাটাকে দেখলেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। চলতি মাসের শুরুতে সুন্দরবনে একসঙ্গে ৩ টি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছিল। 

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে হেতাল বন থেকে বেরিয়ে খানিকক্ষণ শীতের মিঠের রোদ গায়ে মাখে দক্ষিণরায়। এরপর নামে নদীতে। সেখানে ঘোরাফেরা করতে থাকে সে। নজরে পড়তেই বাঘটিকে ক্যামেরাবন্দি করতে শুরু করেন পর্যটকরা। শুধু পর্যটক নন,বাঘ দেখতে ভিড় করেন স্থানীয়রাও। বেশ খানিকক্ষণ জলে হাঁটাচলা করার পর ধীরে ধীরে নিজের ডেরার পথে রওনা হয় বাঘটি। সাতসকালে ‘বাঘমামা’র দেখা পেয়ে খুশি পর্যটকরা।

[আরও পড়ুন: ঘনিষ্ঠ ভিডিও ভাইরালের হুমকি, সালিশি সভায় ছাত্রীকে বিয়ের জন্য ‘চাপ’, আত্মঘাতী শিক্ষক]

শীত মানেই সুন্দরবনে পর্যটকদের ভিড়। দক্ষিণরায়ের টানেই সুন্দরবন ভ্রমণে যান বাইরের বহু পর্যটক। তবে গত কয়েক বছর ধরে তাদের সাক্ষাৎ পাওয়া যেন স্বয়ং ভগবানের দর্শন পাওয়ার মতো ঘটনায় পরিণত হয়েছিল। লকডাউনে যদিও ফের পরিস্থিতির বদল ঘটেছে। জনসমাগম প্রায় শূন্য হয়ে যাওয়ায় নিজেদের বিচরণ ক্ষেত্রে ফের স্বমেজাজে ঘুরে বেড়াচ্ছে বাঘ। শীতের মরশুমে মাঝেমধ্যেই পর্যটকদের উপস্থিতি কিছুটা উপেক্ষা করেই জঙ্গলের বাইরে নদীর ধারে ঘোরাফেরা করছে তারা।

[আরও পড়ুন: টিকাকরণের আগেই রাজ্যের কোভিড গ্রাফে স্বস্তি, একধাক্কায় অনেকটা কমল দৈনিক সংক্রমণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার