সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম পেইন আর স্লেজিং যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। বিরাট কোহলি ও রোহিত শর্মার পর এবার অস্ট্রেলিয়া অধিনায়কের নিশানায় ভারতীয় উইকেটকিপার ঋষভ পন্থ।
মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে মহেন্দ্র সিং ধোনি প্রসঙ্গ টেনে পন্থকে উইকেটের পিছনে দাঁড়িয়ে টিপ্পনি কাটেন পেইন। গোপন স্টাম্প মাইক্রোফোনে যা পুঙ্খানুপুঙ্খ ধরা পড়ে শুক্রবার। যেখানে স্পষ্ট শোনা যায়, পন্থকে পেইন বলছেন ভারতের টি-টোয়েন্টি দলে ধোনি ফেরায় তাঁর জায়গা বিপদে। ভারতের দ্বিতীয় ইনিংসে নেমে তখন ক্রিজে গার্ড নিচ্ছিলেন পন্থ। স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে পেইনের গলা, ‘‘ধোনি ফিরে এসেছে ভারতীয় দলে। তাই পন্থকে এবার নিয়ে আসব হোবার্ট হারিকেন্সে। আমাদের একজন ব্যাটসম্যান দরকার।’’ শুধু বিগ ব্যাশে আমন্ত্রণ জানানোই নয়। পেইন এরপর পন্থকে উদ্দেশ্য করে বলেই চলেন, “তোকে হোবার্টে নদীর ধারে বাড়ির ব্যবস্থাও করে দেব। দেখবি হোবার্ট কী সুন্দর জায়গা। তবে আমি বউকে নিয়ে সিনেমা দেখতে গেলে আমার বাচ্চাদের দেখাশোনা করতে পারবি তো একটু? যাকে বলে বেবিসিটিং!”
[বিরাটকে গালিগালাজ, অজি সমর্থকদের সতর্ক করল ক্রিকেট অস্ট্রেলিয়া]
তরুণ ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান এহেন সব স্লেজিং সহ্য করলেও এদিন পেইনকে পাল্টা দিয়েছেন রোহিত শর্মা। ভারতের হিটম্যানকে বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে স্লেজ করেছিলেন পেইন-ফিঞ্চ জুটি। পেইন বলেছিলেন, রোহিত মেলবোর্নে ছয় মারলে তিনি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে সমর্থন করবেন। তৃতীয় দিনের শুরুতেই যার জবাবে রসিকতা করে রোহিত বলেন, “যখন ব্যাট করি তখন বাকি কিছু মাথায় থাকে না। কিন্তু অজিঙ্ক রাহানের সঙ্গে আলোচনা হয়। আমি ঠাট্টা করে ওকে বলেছিলাম, পেইন যদি মেলবোর্নে সেঞ্চুরি করে তা হলে মুম্বই ইন্ডিয়ান্সের শীর্ষকর্তাদের বলব ওকে নিতে। ওর কথা শুনে মনে হয়েছিল পেইন খুব মুম্বই-ভক্ত।”
[মেলবোর্ন টেস্টে জয়ের হাতছানি, বড় চ্যালেঞ্জ ভারতীয় বোলারদের সামনে]
বারবার স্লেজিংয়ের ঘটনায় আবার স্টাম্প গোপন স্টাম্প মাইক্রোফোন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। যাদের মতে স্টাম্প মাইক্রোফোনের এত বেশি ব্যবহার খেলার আবহ নষ্ট করছে। এসিএ সিইও অ্যালিস্টেয়ার নিকোলসন এদিন বলেছেন, “ক্রিকেটাররা জানে স্টাম্প মাইক্রোফোনে তাদের স্লেজিং ধরা পড়বে। গালিগালাজ করলে শাস্তির মুখেও পড়তে পারে। তাই ক্রিকেটারদেরও সতর্ক থাকতে হবে। স্টাম্প মাইক্রোফোন ব্যবহার করা হোক, কিন্তু রেখেঢেকে। তাতে ক্রিকেটের আবহটা অহেতুক উত্তেজক হবে না।”
এদিকে মেলোবোর্ন টেস্টে ক্রমশ জয়ের দিকে এগোচ্ছে ভারত। টিম ইন্ডিয়ার দেওয়া বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতে উইকেট খুঁইয়ে বেশ চাপে অজিরা।
The post আমার বাচ্চাদের দেখাশোনা করবি? চাপের মুখেও পন্থকে স্লেজিং পেইনের appeared first on Sangbad Pratidin.