সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনার এক সপ্তাহের মধ্যেই পাওয়া গিয়েছে টাইটান সাবমেরিনের (Submarine Titan) ধ্বংসাবশেষ। সন্ধান মিলেছে সাবমেরিনে থাকা পাঁচ যাত্রীর দেহাংশেরও। সেই উদ্ধারকার্যের কথা বলতে গিয়ে ভেঙে পড়লেন উদ্ধারকারী দলের নেতা। এক সাংবাদিক সম্মেলনে এবিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, অভিযানে গিয়ে তাঁর দলের সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন।
গত ১৮ জুন সমুদ্রের গভীরে যাত্রা করে টাইটান। কিন্তু এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পরেই তার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় উপরের পৃথিবীর। এরপরই ডাক পরে উদ্ধারকারী দলের। দলের নেতা এড ক্যাসানো জানাচ্ছেন, প্রথমে তাঁর মনে হয়েছিল যাত্রীদের উদ্ধার করতে খুব বেশি বেগ পেতে হবে না। সমুদ্রের তলদেশে পৌঁছে তাঁরা দেখতে পান টাইটানের ধ্বংসাবশেষ। উদ্ধারকাজের সময় থেকেই তিনি ও তাঁর সঙ্গীরা যে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সেকথা জানিয়েছেন তিনি। বলতে বলতে গলা ধরে আসে তাঁর। ওঁদের বাঁচাতে গিয়ে দেহ নিয়ে ফিরতে হল, এই আক্ষেপ যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাঁকে।
[আরও পড়ুন: ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৮ বছর নির্বাচনে লড়তে পারবেন না বলসোনারো]
উল্লেখ্য, টাইটানের ভেঙে পড়ার আসল কারণ এখনও জানা নেই। সমুদ্রের তলায় ঠিক কী ঘটেছিল, ভবিষ্যতে এহেন পরিস্থিতি কীভাবে এড়ানো যেতে পারে সেই নিয়ে বিশদ তদন্ত করা হবে। এর মধ্যেই ফের টাইটানিকের (Titanic) ধ্বংসাবশেষ দেখতে যাওয়ার বিজ্ঞাপন দিল ওশানগেট সংস্থা। আগামী বছর জুন মাসেই আবারও বিপজ্জনক অভিযানের পরিকল্পনা করা হয়েছে সংস্থার তরফে।