shono
Advertisement

Breaking News

ইভিএমে প্রতীকের নিচে দলের নাম, বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল

দীনেশ ত্রিবেদী, ডেরেক ও’ব্রায়েনদের সঙ্গে ছিলেন কংগ্রেসের অভিষেক মনু সিংভিও৷ The post ইভিএমে প্রতীকের নিচে দলের নাম, বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 09:22 PM Apr 28, 2019Updated: 09:22 PM Apr 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইভিএম-এ কারচুপির অভিযোগ নিয়ে লোকসভা ভোটের মাঝেই বিজেপি বিরোধী ঐক্য চোখে পড়ল দিল্লির দরবারে৷ রবিবার দিল্লি নির্বাচন কমিশনের অফিসে একত্রে অভিযোগ নিয়ে গেলেন তৃণমূল, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ মক পোলিংয়ের সময় ইভিএম-এ পদ্ম প্রতীক চিহ্নের নিচে ‘BJP’-র নাম লেখা ছিল৷ বারাকপুর লোকসভা কেন্দ্রের ঘটনায় এনিয়ে নির্বাচন কমিশনে একযোগে অভিযোগ জানিয়েছিলেন তৃণমূল এবং সিপিএম প্রার্থী৷ কিন্তু তাঁদের অভিযোগ উড়িয়ে কমিশন জানায়, ইভিএম-এ কোনও কারচুপি নেই৷ যা লেখা ছিল, তা দলের প্রতীকের একটা অংশ৷ কমিশনের অনুমতিক্রমে তা ব্যবহার করে বিজেপি৷

Advertisement

[আরও পড়ুন : SBI সেভিংস অ্যাকাউন্টে কমছে সুদের হার, জেনে রাখুন পাঁচটি তথ্য]

কিন্তু ছবিতে বারবার দেখা গিয়েছে, মক পোলিংয়ের সময় প্রতীক চিহ্নের নিচে নাম লেখা ছিল বিজেপির৷ সেই কারণে এবার সরাসরি দিল্লির দ্বারস্থ হল তৃণমূল৷ রবিবার বারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী নিজে গেলেন কমিশনের অফিসে৷ সঙ্গে ছিলেন দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েন, প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত৷ ছিলেন এরাজ্য থেকে তৃণমূলের সমর্থনে রাজ্যসভার সাংসদ হওয়া কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি৷ সিপিএম-এর তরফে অবশ্য কাউকে দেখা যায়নি৷ এদিন তাঁরা মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরার সঙ্গে দেখা করে বিস্তারিত অভিযোগ জানান৷ দাবি তোলেন, হয় ইভিএম বদল করে দিতে হবে, নয়তো মেশিন থেকে লেখাটি মুছে দিতে হবে৷ অভিষেক মনু সিংভি বলেন, ‘ইভিএমে পদ্মের নিচে দলের নাম লেখা স্পষ্ট৷ কোনও দলই এভাবে প্রতীকের নিচে নাম ব্যবহার করতে পারে না৷’

[আরও পড়ুন : জিতলেই দেওয়া হবে বাড়ি, মুম্বইয়ের বসতিবাসীদের প্রতিশ্রুতি রাহুলের]

নির্বাচন কমিশনের এক আধিকারিক ঘনিষ্ঠ সূত্রের খবর, তৃণমূল এবং কংগ্রেসের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ৷ ইভিএম নিয়ে তাঁরা ভুল বুঝেছেন বলে দাবি কমিশনের৷ ২০১৩ সালে বিজেপি একইধরনের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছিল৷ তাঁদের অভিযোগ ছিল, ইভিএম-এ তাঁদের প্রতীকের ছাপ খুব হালকা৷ বিজেপির দাবি মেনে প্রতীকটি আরেকটু ভালভাবে ছাপানো হয় এবং পদ্মের নিচে জলের ছবি সমেত সেই প্রতীকটিকে অনুমোদন দেয় নির্বাচন কমিশন৷ ২০১৪ সালে সেই প্রতীকটিই ব্যবহৃত হয়েছিল৷ এবারের অভিযোগের ভিত্তিতে দিল্লি নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সতর্ক করেছে৷ ইভিএম সংক্রান্ত কোনও সমস্যা যাতে না হয়, চতুর্থ দফার ভোটে সেদিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে৷

The post ইভিএমে প্রতীকের নিচে দলের নাম, বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement