shono
Advertisement

বাঙালি আবেগে শান, ব্রিগেড থেকে বিবেকানন্দের নাম করে ‘হিন্দুত্বের বার্তা’ অভিষেকের

ওয়াকিবহাল মহলের একাংশের মত, অভিষেকের এই মন্তব্য মনে করিয়ে দিচ্ছে মহারাষ্ট্রের প্রাক্তন নেতা বাল ঠাকরেকে, যিনি বার বার মারাঠি অস্মিতার কথা মনে করাতেন এভাবেই।
Posted: 01:40 PM Mar 10, 2024Updated: 07:00 PM Mar 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির লড়াইয়ে বাঙালি আবেগ যে বাংলার অন্যতম অস্ত্র হবে, তা স্বাভাবিক। চব্বিশের লোকসভা ভোটে (2024 Lok Sabha Election) আগেও ফের সেই অস্ত্রেই শান দিলেন শাসকদল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে বাঙালির আবেগ উসকে দেওয়ার পাশাপাশি হিন্দুত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা শোনা গেল তাঁর গলায়। হিন্দুধর্মের সবচেয়ে বড় প্রচারক বলে পরিচিত স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) নাম উল্লেখ করে অভিষেক বললেন, ”বিজেপি হিন্দুত্বের কথা বলে। বাংলার মনীষী ছাড়া হিন্দুধর্মকে (Hindu) পরিচয় করিয়েছেন কে? স্বামী বিবেকানন্দের মতো বাংলার বীর সন্ন্যাসী না থাকলে, তিনি শিকাগোয় গিয়ে ধর্ম মহা সম্মেলনে বক্তব্য না রাখলে হিন্দু ধর্মের কথা কে জানত?”

Advertisement

অভিষেকের এই বক্তব্য শুনে ওয়াকিবহাল মহলের একাংশের মত, মনীষীদের নাম নিয়ে বাংলার আসল অস্মিতার কথা বলছেন। যা মনে করিয়ে দিচ্ছে মহারাষ্ট্রের নেতা বাল ঠাকরেকে, যিনি বার বার মারাঠি অস্মিতার কথা বলে নিজের রাজ্যকে জাতীয় স্তরে তুলে ধরেছিলেন। বাল ঠাকরের এই মনোভাব বহু আলোচিত। বাঙালি আবেগে ভর করেই দিল্লি দখলের লড়াইয়ে নামার সুর চড়াচ্ছে তৃণমূল। একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল ‘বাংলা নিজের মেয়েকে চায়’। আর এবার তাদের ক্যাচলাইন – ‘বাংলা বিরোধীদের বিসর্জন।’

[আরও পড়ুন: এবার রামনবমীতেও ছুটি দেবে রাজ্য, ভোটের মুখে ঘোষণা নবান্নের]

প্রায় সেই ভাবেই বাংলার কথা, বাংলার প্রতি অবাঙালিদের অপমানের কথা তুলে ধরলে সেই আবেগ তুলে ধরলেন অভিষেকমনে করালেন কলকাতায় অমিত শাহর সফর চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা। বললেন, ”দিল্লির যে নেতারা বাংলা বোঝেন না, বাংলা বলতে পারেন না, তাদের আপনারা ভোট দেবেন? যার আপনাদের ভাষা বোঝেন না, তারা কীভাবে আপনাদের সমস্যার সমাধান করবেন? যারা বাংলায় এসে বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, অপমান করে, তারা কি বাংলা বিরোধী নয়?”ওয়াকিবহাল মহলের অনেকাংশের মত, অভিষেকের এই বার্তা থেকে স্পষ্ট যে দিল্লির লড়াইয়েও বাংলার শাসকদলের অস্ত্র বাঙালি আবেগ ও অস্মিতা। সেক্ষেত্রে বিজেপির হিন্দুত্বের পালটা বাংলার হিন্দু মনীষীরা তথা বৃহত্তর হিন্দু আবেগ।   

[আরও পড়ুন: গঙ্গার তলায় গড়াবে মেট্রোর চাকা, কোন রুটে ভাড়া কত? জানুন বিস্তারিত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement