shono
Advertisement

পঞ্চায়েত ভোটের পরই রাজ্যসভার প্রস্তুতি তৃণমূলের, রবিবার তলব সব বিধায়ককে

১২ জুলাই মনোনয়ন দেবেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থীরা।
Posted: 02:44 PM Jul 08, 2023Updated: 02:44 PM Jul 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পরদিনই রাজ্যসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করছে তৃণমূল কংগ্রেস। ভোটের পরদিন অর্থাৎ রবিবারই বিধানসভায় তলব করা হয়েছে শাসকদলের সব বিধায়ককে। আগামী ১২ জুলাই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন তৃণমূল প্রার্থীরা।

Advertisement

সূত্রের খবর, রবিবার বিধানসভা খোলা থাকছে। রবিবারই তৃণমূল পরিষদীয় দলের তরফে সব বিধায়ককে হাজির থাকতে বলা হয়েছে। মনোনয়ন ১২ জুলাই হলেও বিধানসভায় বিধায়কদের আসতে বলা হয়েছে রাজ্যসভা প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করতে। রবিবার বিধানসভায় থাকবেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তবে পঞ্চায়েত ভোট সামলে রবিবার হয়তো সব বিধায়ক রবিবার কলকাতা পৌঁছাতে পারবেন না। তাই যাঁরা রবিবার আসতে পারবেন না, তাঁদের ১২ তারিখ সকালে আসতে বলা হয়েছে।

[আরও পড়ুন: কোটি টাকার মার্সিডিজ ছেড়ে অটোয় চড়ে মুম্বই ভ্রমণ, সারা যেন ঠিক পাড়ার মেয়ে, দেখুন কাণ্ড]

আগামী ১৮ আগস্ট রাজ্যের ৬টি আসনে রাজ্যসভার নির্বাচন। এবং একই সঙ্গে গোয়ার লুইজিনহো ফেলেরিওর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনও হওয়ার কথা ওইদিন। শাসকদলের প্রার্থীর নাম এখনও চূড়ান্ত হয়নি। তৃণমূল সূত্রে খবর, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনের আবার মনোনয়ন নিশ্চিত। শান্তা ছেত্রী ও সুস্মিতা দেব থাকবেন, নাকি নতুন মুখ কেউ আসবেন, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মধ্যে প্রাথমিক কথা হয়েছে বলে খবর। তবে এ বিষয়ে বাজারচলতি চর্চা ছাড়া নির্দিষ্ট বিস্তারিত কিছু জানা যায়নি। রবিবারই প্রার্থী চূড়ান্ত হতে পারে।

[আরও পড়ুন: এক ঘণ্টাতেই শেষ ভোট, বন্ধ ব্যালট বাক্স! ইসলামপুরে ভোটারদের ফেরানো হল বাড়ি]

তৃণমূলের মতো বিজেপিও পঞ্চায়েত ভোটের পরই রাজ্যসভার প্রস্তুতি শুরু করবে। শোনা যাচ্ছে, বিজেপি মনোনয়নপত্র জমা দেবে সোম অথবা মঙ্গলবার। ৭ আসনের মধ্যে বিজেপির নিশ্চিত আসন একটি। সেই আসনটিতে কে প্রার্থী হবেন, সেটা নিয়ে এখনও জল্পনা রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement