shono
Advertisement

Breaking News

ভোটপ্রচারে সবুজ নকুলদানা বিলি মমতাজ সংঘমিতার

বীরভূমের ‘দাওয়াই’ এবার দুর্গাপুরেও, দেখুন ভিডিও। The post ভোটপ্রচারে সবুজ নকুলদানা বিলি মমতাজ সংঘমিতার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:02 PM Apr 04, 2019Updated: 06:02 PM Apr 04, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বীরভূমের ‘দাওয়াই’ এবার দুর্গাপুরেও। তৃণমূল প্রার্থীর রঙিন রোড শোয়ে নকুলদানার রঙও সবুজ! শিল্পনগরীতে অভিনব কায়দায় প্রচার করলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী মমতাজ সংঘমিতা। দলের নেতা-কর্মীরা তো বটেই, পথ চলতি মানুষের হাতে সবুজ নকুলদানা তুলে দিলেন তিনিও। সঙ্গে ছিল খোল-করতালও।

Advertisement

[ আরও পড়ুন: তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন, পশ্চিম মেদিনীপুরে ভারতীর প্রবেশ আটকাতে চায় রাজ্য]

বৃহস্পতিবার সকালে দুর্গাপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে রোড শো শুরু করেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা। হুডখোলা জিপে চেপে বেনাচিতি এলাকায় যান তিনি। প্রার্থীর সঙ্গে খোল-করতাল, লাঠি খেলা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কর্মী-সমর্থকরাও। মমতাজ সংঘমিতা যখন ১৫ নম্বর ওয়ার্ডে পৌঁছান, তখন রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনকে নকুলদানা বিলি করতে শুরু করেন দলের কর্মী-সমর্থকরা। তখন সাদা নকুলদানাই দেওয়া হচ্ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীর গাড়ি ১৭ নম্বর ওয়ার্ডে ঢুকতে নকুলদানার রঙ বদলে যায়। খেতে নয়, তখন সবুজ নকুলদানা দেখতেই রীতিমতো ভিড় জমে যায়। একসময়ে গাড়ি থেকে সবুজ নকুলদানা বিলি করতে শুরু করেন প্রার্থী মমতাজ সংঘমিতা নিজেও।  

লোকসভা ভোটের মুখে নকুলদানা দাওয়াইয়ের কথা বলে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূমে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে শোকজ করেছে কমিশন। বীরভূমের দাওয়াই-ই কি তাহলে দুর্গাপুরে ব্যবহার করলেন তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা? চিকিৎসক-প্রার্থীর বক্তব্য, কোনও দাওয়াই নয়, গরমকালে তিনি সকলকেই মিষ্টি জল খাওয়ার পরামর্শ দেন। নকুলদানা শরীরের পক্ষেও ভাল। এদিন প্রচারে দলের প্রার্থীর সঙ্গে ছিলেন দুর্গাপুর (পশ্চিম) কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পারিয়াল ও জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়।

দেখুন ভিডিও:

ছবি ও ভিডিও: উদয়ন গুহরায়

The post ভোটপ্রচারে সবুজ নকুলদানা বিলি মমতাজ সংঘমিতার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement