shono
Advertisement
Haji Nurul Islam

অসুস্থ বসিরহাটের তৃণমূল প্রার্থী, ভর্তি হাসপাতালে

এখন কেমন আছেন বসিরহাটের প্রার্থী?
Posted: 09:37 PM Apr 07, 2024Updated: 10:50 PM Apr 07, 2024

গোবিন্দ রায়, বসিরহাট: বিজেপি প্রার্থী রেখা পাত্রের পর হাজি নুরুল ইসলাম। এবার অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের তৃণমূল প্রার্থী। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। বর্তমানের চিকিৎসকরদের তত্ত্বাবধানে রয়েছেন তৃণমূল প্রার্থী। স্বাভাবিকভাবেই প্রচার কর্মসূচিতে শামিল হতে পারছেন না।

Advertisement

ভোটের দামামা বেজে গিয়েছে। স্বাভাবিকভাবেই কোমর বেঁধে প্রচারে ঝাঁপিয়েছেন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। প্রার্থীরা নিয়মিত নিজের এলাকায় যাচ্ছেন। প্রতিপক্ষের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ তুলে ধরে নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করছেন। এই সময়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। জানা গিয়েছে, বৃহস্পতিবার বসিরহাটের টাকি পুরসভার টাকি সংস্কৃত মঞ্চে কর্মিসভা করেন তিনি। এর পরই আচমকা অসুস্থ হয়ে পড়েন বলে খবর। তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

[আরও পড়ুন: ‘তথ্যপ্রমাণ দিতে না পারলে মানহানি মামলা’, কুণালকে পালটা চ্যালেঞ্জ জিতেন্দ্রর]

প্রসঙ্গত, দিন কয়েক আগে অসুস্থ হয়ে পড়েছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তাঁর স্বামী জানিয়েছিলেন, ডিহাইড্রেশন জনিত সমস্যার কারণে রেখা পাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থতার কারণে বেশ কয়েকদিন প্রচারও করতে পারেননি তিনি। প্রসঙ্গত, প্রখর দাবদাহের মধ্যেই ভোটপ্রচার চালাচ্ছেন প্রার্থীরা। অনেকক্ষেত্রেই নিয়ম মেনে চলা সম্ভব হচ্ছে না। সেই কারণেই অসুস্থ হয়ে পড়ছেন বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ।

[আরও পড়ুন: ‘দুঃখেও লিপস্টিক পরি’, ভোটপ্রচারের মাঝেও রূপচর্চা সুজাতার, দিলেন বিউটি টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement