ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বেজে গিয়েছে রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচনের দামামা। এই নির্বাচনে একজোট হয়ে লড়বে সিপিএম এবং কংগ্রেস। প্রার্থীর নামও ঘোষণা হয়ে গিয়েছে। বাম-কংগ্রেসের পরই প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূলও। দলের মহাসচিব হিসাবে পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার প্রার্থীদের নাম জানিয়ে দেন।
পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, খড়গপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে লড়াই করবেন প্রদীপ সরকার। তিনি বর্তমানে খড়গপুর পুরসভার চেয়ারম্যান। এই কেন্দ্রের বিধায়ক দিলীপ ঘোষ সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর খালি হয় আসনটি। ঠিক একইদিনে নদিয়ার করিমপুরের প্রার্থীরও নাম ঘোষণা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে এই কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ছেন বিমলেন্দু সিংহ রায়। এই আসনে বিধায়ক ছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। তিনি লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর থেকে লড়াই করেন। বিরোধী প্রার্থীদের হারিয়ে লোকসভা নির্বাচনে জয়ী হন মহুয়া মৈত্র। তাই করিমপুর আসনটি ফাঁকা হয়ে গিয়েছে। সেখানেই লড়াই করবেন বিমলেন্দু সিংহ রায়। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালিয়াগঞ্জেও উপনির্বাচন। সেখানে বিধায়ক ছিলেন কংগ্রেসের প্রমথনাথ রায়। তাঁর মৃত্যুতে পদটি শূন্য হয়ে গিয়েছে। ফলে সেই পদ পূরণের জন্য কালিয়াগঞ্জে উপনির্বাচন। সেখানে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন তপন দেব সিংহ।
[আরও পড়ুন: ‘একসঙ্গে মরার আনন্দই আলাদা’, বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ সুব্রতর]
এপ্রিল-মে মাসে লোকসভা ভোট হয়ে গিয়েছে দেশজুড়ে। সদ্যই দু’রাজ্যে হয়ে গেল বিধানসভা নির্বাচন। রয়েছে আরও দুই রাজ্যের ভোটও। বাংলাতেও ফের সেই নির্বাচনী হাওয়া। লোকসভা ভোটের প্রার্থী হতে গিয়ে নিজেদের বিধায়ক পদ ছেড়েছিলেন রাজ্যের তিন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁদের পদত্যাগের জেরে ওই তিন বিধানসভা কেন্দ্র আপাতত বিধায়কহীন। সেখানেই নতুন করে জনপ্রতিনিধি নির্বাচন করতে আগামী ২৫ নভেম্বর নদিয়ার করিমপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভোটগ্রহণ। তিন কেন্দ্রে উপনির্বাচনের ফলপ্রকাশ আগামী ২৮ নভেম্বর। সাধারণ মানুষের রায়ে জয়ের হাসি হাসে কোন দল, সেটাই এখন দেখার।
The post ভরসা স্থানীয় মুখ, উপনির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের appeared first on Sangbad Pratidin.