সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ, দুপুরে পথে নামল তৃণমূল৷ সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে আজ পার্ক স্ট্রিট পর্যন্ত বিশাল মিছিলে পা মেলান তৃণমূলের প্রথম শ্রেণির নেতা-মন্ত্রীরা৷ মিছিলের নেতৃত্ব দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মিছিল শেষে এদিন মোদি সরকারের তীব্র বিরোধিতা করেন অভিষেক৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মোদি সরকার ব্যর্থ বলেও অভিযোগ তোলেন তিনি৷
মাত্র ২৪ ঘণ্টা আগে ডাকা এদিনের এই মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কর্মী৷ বুকে পোস্টার ব্যানার সাঁটিয়ে চলে বিক্ষোভ৷ মোদি বিরোধী স্লোগান তুলে শহরের রাজপথের দখল নেয় তৃণমূল৷ সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে মিছিল শুরু হতেই তীব্র যানজটে নাকাল হন সাধারণ মানুষ৷ তবে, তৃণমূলের মিছিলের ডাক দেওয়ার পরপরই পুলিশের তরফেও পর্যন্ত ব্যবস্থা রাখা হয়৷ ফলে, কিছুটা হলেও যানযন্ত্রণার কষ্ট লাঘব হয় সাধারণ মানুষের৷
লাগাতার পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এর আগেই কড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকেতন পৌঁছে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তাঁর কথায়, সাধারণ মানুষের কথা ভেবে পেট্রল-ডিজেলের দাম কমান। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ শুক্রবার লাগাতার তৃণমূল আন্দোলনে নামবে বলে সাফ ঘোষণা করেন তিনি৷ কারণ, দেশে বেশিরভাগ জায়গাতেই পেট্রলের দাম লিটার পিছু ৮০ টাকার বেশি ও ডিজেলের দাম লিটার পিছু ৭১-৭২ টাকা হয়ে গিয়েছে৷ এই অবস্থায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কায় ভুগছেন আমজনতা৷
দেশজুড়ে তেলের দাম বৃদ্ধি নিয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশে পেট্রোপণ্যের দাম এতটা কখনও বাড়েনি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলে পেট্রোলের দাম সর্বাধিক ওঠে ৭৬ টাকা প্রতি লিটার। গত ৪ বছরে মোদি সরকার ৯ বার আবগারি শুল্ক বাড়িয়েছে, এতে সরকারি কোষাগারে ঢুকেছে ৩ লাখ ১০ হাজার কোটিরও বেশি টাকা৷
The post পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরের রাজপথে তৃণমূল appeared first on Sangbad Pratidin.