shono
Advertisement

সংস্কার চলছে তৃণমূল ভবনের, দলের কাজ সামলাতে বাইপাসের ধারে তৈরি অস্থায়ী মিনি ভবন

কেমন হল মিনি ভবন, ভিডিও দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Posted: 09:18 PM Aug 29, 2021Updated: 09:21 PM Aug 29, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নতুন তৃণমূল (TMC) ভবন তৈরি হতে এখনও বছর দুয়েক। আপাতত দলের কাজ সামলাতে তাই চালু হল অস্থায়ী কার্যালয়। বুধবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ফিতে কেটে তার উদ্বোধন করেন। বাইপাসের ধারে পুরনো ভবনে প্রবেশের মুখে রাস্তার ধারে নতুন মিনি ভবন তৈরি হয়েছে। নতুন পার্টি অফিস কেমন হল, তা দেখে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Advertisement

তৃণমূলের অস্থায়ী মিনি ভবন

EM বাইপাসের ধারে পুরনো ভবনে ঢোকার মুখে প্রায় রাস্তার গায়েই বাঁ হাতে ছোটখাটো ছিমছাম একতলা লম্বাটে ঘর। সবুজ রংয়ের। ছাদ অ্যাসবেসটাসের। দু’টি ঘর নেতৃত্বের বসার জন্য। ছোট একটি কনফারেন্সের হল। সবমিলিয়ে ছোট পরিসরে আপাতত অস্থায়ী এই শিবির চালু করা হল তৃণমূল ভবনের (TMC Bhaban) সামনেই। সংস্কারের জন্য পুরনো ভবনটি এখন ভিত পর্যন্ত খোঁড়া হয়ে গিয়েছে। গোটা ভবনটিই নতুন করে তৈরি হচ্ছে। আপাতত প্রয়োজনীয় কাজ চালাতে এই অস্থায়ী অফিস। আর এখানেই রবিবার শিখা মিত্রর যোগদানপর্ব সেরেছে দল।

[আরও পডুন: ভিনরাজ্যে শারীরিক নিগ্রহের শিকার এসএসকেএমের নার্স, কাঠগড়ায় যাদবপুরের প্রাক্তনী]

আপাতত এই শিবির থেকেই দলের আনুষ্ঠানিক কাজ চলবে। তার সামনেই তৈরি করা হয়েছে স্থায়ী শহিদ বেদী। তেরঙ্গার রঙয়ে ঢেউ খেলানো তিনটি ধাপ তৈরি হয়েছে। এই একতলা ঘর থেকে শহিদ বেদি গোটাটাই রাজ্য সভাপতির করে দেওয়া নকশা ধরে তৈরি হয়েছে। ছোট হলেও তা কেমন হয়েছে, তার খোঁজ নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তাঁকে গোটাটটাই ভিডিও করে দেখানো হয়েছে। অস্থায়ী শিবির হলেও এমন ছিমছাম ঘর বেশ পছন্দই হয়েছে তাঁর।

[আরও পডুন: ‘তালিবানি সন্ত্রাসের আঁচ এ রাজ্যেও’, কলকাতায় আফগানি মুদ্রা উদ্ধার নিয়ে তোপ Dilip Ghosh-এর]

নতুন তৃণমূল ভবনটি হবে তিন থেকে চারতলার। তার সামনে থাকবে একটি ক্যান্টিন। মূল ভবনে নেতৃত্বের থাকার ব্যবস্থাও করা হবে। একটি বড় কনফারেন্স হল থাকবে। পুরোপুরি কর্পোরেট ধাঁচে পুনর্গঠিত হবে নতুন তৃণমূল ভবন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement