নন্দিতা রায়: বৃহস্পতিবার গোয়া বিধানসভা নির্বাচনের (Goa Assembly Election 2022) প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি (BJP)। তবে ৪০টি আসনের মধ্যে ৩৪ জনের নামের তালিকা এদিন প্রকাশিত হয়েছে। বিজেপির সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠক করে ওই তালিকা প্রকাশ করেন গোয়ায় নির্বাচনের দেখাশোনার দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়নবিস (Devendra Fadnavis)। এদিনের বৈঠকে কংগ্রেসের পাশাপাশি তৃণমূল কংগ্রসকেও (TMC) যেভাবে টার্গেট করতে দেখা গেল তাঁকে, তা থেকে পরিষ্কার গোয়ার নির্বাচনে তৃণমূল অংশ নেওয়ায় চিন্তার ভাঁজ বিজেপির কপালে। এদিন তৃণমূলকে ‘হিন্দু বিরোধী’, ‘গণতন্ত্র বিরোধী’ বলে তোপ দাগতে দেখা গিয়েছে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। যা থেকে পরিষ্কার, তৃণমূলকেও তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবেই দেখছে গেরুয়া শিবির।
দেবেন্দ্রকে এদিন অভিযোগ করতে দেখা যায়, ‘‘গোয়ায় তৃণমূল কংগ্রেস স্যুটকেস নিয়ে এসেছে। এবং স্যুটকেসের ভরসাতেই দলের সম্প্রসারণের চেষ্টা করছে। ওদের হাবভাব দেখে মনে হচ্ছে, গোয়া যেন একটা বাজার আর এখানকার নেতারা পণ্য। গোয়ার মানুষ এই ধরনের রাজনীতিকে আগেই খারিজ করে দিয়েছে।’’ তাঁর দাবি, তৃণমূলের সঙ্গে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি জোট গড়ায় ক্ষিপ্ত দলের গরিষ্ঠ অংশই। যাকে ঘিরে দলের ভিতরেই শুরু হয়ে গিয়েছে কোন্দল। উল্লেখ্য, গোমন্তক পার্টি এর আগে বিজেপির জোটসঙ্গী ছিল। কিন্তু এবারের নির্বাচনে সঙ্গী হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের।
[আরও পড়ুন: মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে জয় শিব সেনা-এনসিপি-কংগ্রেস জোটের, বৃহত্তম দল হয়েও চাপে বিজেপি]
তাঁর এহেন আক্রমণের পালটা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি পালটা বিজেপিকেই ‘স্যুটকেস পার্টি’ বলে কটাক্ষ করেন। তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গের নির্বাচনে ওরা কোটি কোটি টাকা খরচ করলেও সত্তরের ঘরেই আসন আটকে থেকেছে। কারা স্যুটকেস পার্টি সেটা ভারতের মানুষ জানে।’’
তাঁর প্রশ্ন, ‘‘তৃণমূল কংগ্রেস যদি এতটাই গুরুত্বহীন হয়, তাহলে উনি তৃণমূলকে নিয়ে এত কথা খরচ করছেন কেন? গোয়ার মানুষ ওদের পরিচয় পাঁচ বছর আগেই পেয়ে গিয়েছে। সংখ্যাগরিষ্ঠ দল না হয়েও টাকা খরচ করে যেভাবে বিজেপি গোয়ায় সরকার গড়েছিল তা গোটা দেশই দেখেছে। বিগত ৫ বছরে অবৈধ খনন চালিয়ে কোটি কোটি টাকা ভাঁড়ারে ঢুকিয়েছে বিজেপি।’’
এদিকে এদিনের প্রার্থী তালিকা থেকে জানা যাচ্ছে, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন স্যানকুইলিম বিধানসভা কেন্দ্র থেকে। উপমুখ্যমন্ত্রী মনোহর আজগাঁওকার লড়বেন মারগাঁও বিধানসভা কেন্দ্র থেকে । পাশাপাশি পাঞ্জিম থেকে টিকিট দেওয়া হয়েছে বর্তমান বিধায়ককেই। এখান থেকে লড়তে চেয়েছিলেন প্রয়াত বিজেপি নেতা ও গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রিকরের ছেলে উৎপল পর্রিকর। কিন্তু তাঁকে এখনও টিকিট দেয়নি বিজেপি।
তবে তাঁকে যে দল টিকিট দিতে ইচ্ছুক তা জানিয়েছেন দেবেন্দ্র। তিনি বলেছেন, ‘‘উনি এবং ওঁর পরিবার আমাদেরও নিজের পরিবার। আমরা উৎপলকে আরও দু’টি বিকল্প দিয়েছি। প্রথম প্রস্তাব উনি খারিজ করেছেন। তবে দ্বিতীয় প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের মনে হয়েছে ওঁর রাজি হয়ে যাওয়া উচিত।’’