ধ্রবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এতদিন নজরদারি ছিলই। তবে ভুয়ো খবর রুখতে এবার আরও কড়া হল তৃণমূলের আইটি সেল। নতুন করে আইটি ও সোশ্যাল মিডিয়া সেল ইউনিট তৈরি করল ঘাসফুল শিবির।
এর আগে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যকে আইটি সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে এতদিন পূর্ণাঙ্গ কোনও কমিটি ছিল না। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে তৈরি হল সেই কমিটি। এদিন কমিটি তৈরি নিয়ে দেবাংশু জানান, রাজ্যের বিরোধী দল-সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। দীর্ঘদিন ধরেই তা শক্ত হাতে রোখার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তবে এবার কমিটি গঠন করে সেই কাজ হবে। এই কমিটিতে বহু ক্ষেত্রের বিশিষ্টজনেরা রয়েছেন। ফলে ভুয়ো খবর আটকানোর প্রক্রিয়া এবার আরও ভালভাবে করা সম্ভব হবে।
[আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, আগামী দু’দিনও বৃষ্টিতে ভিজবে বাংলার এই জেলাগুলি]
দেবাংশুর কথায়, “সোশ্যাল মিডিয়া থেকেই পরিচিতি আর ভালবাসা পাওয়া। দলের ছাত্র-যুবর পাশাপাশি নতুন একটি শাখা তৈরি হল। এবার নতুন করে কিছু করার সুযোগ পাব। আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ।”
আগামী বছরই লোকসভা ভোট। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে জোরকদমে প্রচারে নামাকে পাখির চোখ করছে তৃণমূল। দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেল কমিটির ইনচার্জের দায়িত্বকে পুরো মাত্রায় কাজে লাগাতে চান দেবাংশু।