shono
Advertisement

‘পদ্মফুল সর্ষেফুল দেখবে, আসানসোলে জোড়াফুল ফুটবে’, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবারের উপনির্বাচনকে 'ভোট ফর প্রটেস্ট' বললেন অভিষেক।
Posted: 06:33 PM Apr 09, 2022Updated: 07:52 PM Apr 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মঙ্গলবার আসানসোলে উপনির্বাচন। তার আগে আসানসোলে গিয়ে শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটকও। মঞ্চ থেকে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী অভিষেক রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপিকে।

Advertisement

প্রতিদিনই বাড়ছে পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম। রান্নার গ্যাসের দামও ঊর্ধ্বমুখী। সবজি, ফল কিনতে গিয়ে পকেটে টান গৃহস্থের। দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। যদিও এ বিষয়ে একটি শব্দও খরচ করেনি কেন্দ্র। তাই কেন্দ্র সরকারকেই বারবার দুষছে রাজ্যের শাসকদল তৃণমূল। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) সমর্থনে প্রচারে বেরিয়েও সেই একই সুরে কেন্দ্রকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বারবার পেট্রল, ডিজেলের দাম বাড়ছে। অথচ সাধারণ মানুষ তার প্রতিবাদ করবে না তা হয় না। এবার ভোট টু ইলেক্ট নয়। এবার ভোট টু প্রটেস্ট।” আগামী ১২ এপ্রিলের নির্বাচনে বিজেপিকে উৎখাত করার ডাক দেন অভিষেক। 

[আরও পড়ুন: প্রয়োজন থাকলেও MRI করা গেল না অনু্ব্রত মণ্ডলের, কারণটা কী?]

আসানসোল উপনির্বাচনের দিকে নজর রয়েছে প্রায় সকলেরই। কারণ, আসানসোল লোকসভা কেন্দ্রে এখনও জয়ের হাসি হাসতে পারেনি তৃণমূল। অভিষেক বলেন, “১৬ তারিখ যখন ভোটবাক্স খুলবে, পদ্মফুল চোখে সর্ষেফুল দেখবে। আসানসোলে জোড়াফুল ফুটবে। আসানসোল লোকসভা থেকে আমরা কখনও জিততে পারিনি। তৃণমূল তৈরি হওয়ার পর থেকে সিপিএম জিতেছে। ২০১৪ সালে বিজেপি জিতেছে। ২০১৯ সালেও বিজেপি জিতেছে। ২০২২ সালে সুযোগ এসেছে হাতছাড়া করবেন না। উন্নয়ন যাতে বাধা না পায় তাই আসানসোলে জয় সুনিশ্চিত করতে হবে।”

সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমে তৃণমূলকে ভয় দেখানো হচ্ছে বলে আরও একবার অভিযোগ করেন অভিষেক। ভয় না পেয়ে, উন্নয়নকে হাতিয়ার করে তৃণমূল এগিয়ে চলবে বলেই জানান তিনি। তৃণমূল এবং বিজেপি, কে কত উন্নয়ন করেছে, তা প্রয়োজনে রিপোর্ট কার্ডের মাধ্যমে সকলের সামনে তুলে ধরতে পারেন বলেও জানিয়েছেন অভিষেক।  

[আরও পড়ুন: শত্রু শিবিরে কাঁপুনি ধরিয়ে পোখরানে সফল নয়া ‘পিনাক’ রকেটের পরীক্ষা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার